Samsung Galaxy J5 2016’র দাম কমে গেছে

Updated on 08-May-2017
HIGHLIGHTS

এটি 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত. স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.

ভারতীয় টেলিফোনের বাজারে এখন অনেক চিনা ব্র্যান্ড এসেছে আর এই সব ব্র্যন্ডই এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে. তবুও এখনও বাজারে স্যামসং এর একটি আলাদা জনপ্রিয়তা আছে. আপনিও যদি কোন স্যামসং স্মার্টফোন কিনতে চান তবে এটি আপনার জন্য একটি ভাল সুযোগ হতে পারে.

আসলে SAMSUNG Galaxy J5 2016 এর ওপর অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট একটি ভাল ডিস্কাউন্ট অফার দিচ্ছে. এই ফোনটি ফ্লিপকার্ট থেকে Rs.10,990 দিয়ে কেনা যেতে পারে. তবে এর আসল দাম Rs.13,290. ফ্লিপকার্ট এটিতে 17% ডিস্কাউন্ট দিচ্ছে.ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,990 টাকায় SAMSUNG Galaxy J5 – 6 (New 2016 Edition) (Black, 16 GB) (2 GB RAM)#OnlyOnFlipkart

আরো দেখুন: Jio’র নতুন কামাল..!! অর্দ্ধেক দামে দিচ্ছে JioFi

আসুন তবে একবার এই ফোনটির ফিচার গুলি দেখে নেওয়া যাক. Samsung Galaxy J5 2016 স্মার্টফোনে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে আছে. এর সঙ্গে এতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যেতে পারে. স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের ব্যবহার করতে হবে.

এর সঙ্গে এতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে. এটিতে 3100mAh এর ব্যাটারি চে. এই ডিভাইসে কোয়াল্কম MSM8916 প্রসেসার দেওয়া হয়েছে.

আরো দেখুন: Xiaomi Redmi 4 স্মার্টফোন তাড়াতাড়ি ভারতে আসতে পারে

আরো দেখুন: NASA’র James Webb Space Telescope 2018 সালে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব রহস্য উন্মোচন করবে!!

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,990 টাকায় SAMSUNG Galaxy J5 – 6 (New 2016 Edition) (Black, 16 GB) (2 GB RAM)#OnlyOnFlipkart

 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :