Samsung Galaxy J5 (2016) অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে দেখা গেছে

Samsung Galaxy J5 (2016) অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে দেখা গেছে
HIGHLIGHTS

এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলোর সঙ্গে লঞ্চ করা হয়েছিল

Samsung Galaxy J5 (2016) গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল। এবার একে WFA এর মতন অ্যান্ড্রয়েড 7. 0’র সঙ্গে ওয়াইফাই সার্টিফিকেশানও পেয়েছে। মানে এই যে কোম্পানি এই ফোনে অ্যান্ড্রয়েড 7. 0 নৌগাটের টেস্টিং করছে। আসা করা যায় যে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনে অ্যান্ড্রয়েড 7. 0 নৌগাটের আপডেট দেবে। এই ডিভাইসে ভারতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলোর সঙ্গে এসেছিল। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

এই লিস্টিং অনুসারে, Samsung Galaxy J5 (2016) তে সিঙ্গেল ব্যান্ড ওয়াই-ফাই a/b/g/n (2.4GHz) আর ওয়াই-ফাই ডাইরেক্টার কেনেক্টিভিটি ফিচার্স থাকবে। এই লিস্টিং থেকে জানা গেছে যে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে।

এই ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। Samsung Galaxy J5 2016 স্মার্টফোনটিতে 5.2-ইঞ্চির সুপার AMOLED HD ডিসপ্লে আছে। এর এর সঙ্গে এই ফোনে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

এর সঙ্গে এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এতে 3100mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম MSM8916 প্রসেসারও দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজ 128GB অব্দি বাড়ানো যায়। 

আমেজান থেকে 10,090 টাকায় কিনুন Samsung Galaxy J5 (New 2016 edition) (Gold, 16 GB)

আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo