স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy J4+ আর Galaxy J6+ ভারতে লঞ্চ হল, দাম 10,990 টাকা

Updated on 24-Sep-2018
HIGHLIGHTS

Samsung Galaxy J4+ আর Galaxy J6+ স্মার্টফোন দুটির দাম যথাক্রমে 10,990 টাকা আর 15,990 টাকা, আর এটি 25 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন আর স্যামসাং স্টোর ছাড়া অফলাইনেও কেনা যাবে

ভারতে স্যামসাং তাদের দুটি ফোন Galaxy j$+ আর Galaxy j6+ 22 সেপ্টেম্বর লঞ্চ করেছে। আর এই দুটি স্মার্টফোন এদের বড় ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:5:9। আর ভারেত এই দুটি ফোন 25 সেপ্টেম্বর থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, আর অফলাইনে কেনা যাবে।

Galaxy J4+ আর Galaxy J6+ য়ের দাম আর কবে কোথা থেকে পাওয়া যাবে

Samsung Galaxy J4+ ফোনটি 10,990 টাকায় লঞ্চ করা হয়েছে, আর সেখানে galaxy J6+ ফোনটি 15,990 টাকায় লঞ্চ করা হয়েছে। galaxy J4+ স্মার্টফোনটি ব্ল্যাক, ব্লু আর গোল্ড কালারে কেনা আজবে আর সেখানে Galaxy J6+ স্মার্টফোনটি ব্লু, ব্ল্যাক আর রেড কালারে কেনা যাবে।

এই দুটি স্মার্টফোনই 25 সেপ্টেম্বর মানে আগামী কাল থেকে কিনতে পাওয়া যাবে। স্মার্টফোন দুটি অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট আর স্যামসাং স্টোর আর অফলাইনে কেনা যাবে।

Samsung Galaxy J4+ য়ের স্পেসিফিকেশান

Galaxy J4+ স্মার্টফোনটির স্পেসিফিকেশানের বিষয়ে  যদি কথা বলি তবে এই ফোনে একটি 6ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে আছে যা 1480×720 পিক্সাল য়ের HD+ রেজিলিউশান অফার করে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:5:9। আর এই ডিভাইসে 1.4GHz য়ের কোয়াড কোড় SoC, 2GB র‍্যাম আর 32Gb স্টোরেজ দেওয়া হয়েছে আর ছবি তোলার জন্য এই ফোনে, 13MP র রেয়ার ক্যামেরা আছে যা f/1.9 অ্যাপার্চার যুক্ত। আর এটি LED ফ্ল্যাশের সঙ্গে এসেছে। এই ফোনটিতে একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f/2.2।

আর এছাড়া এই ফোনে একটি 3,300mAh য়ের ব্যাটারি আছে আর এই ডিভাইসে সাইড-রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4GLTE সাপোর্ট, ওয়াইফাই 802.11b/g/n ব্লুটুথ 4.2 GPS , GLONASS আর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। আর এটি ডুয়াল সিম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত।

Samsung Galaxy J6+ য়ের স্পেসিফিকেশান

Samsung Galaxy J6+ স্মার্টফোনটিতেও একটি 6ইঞ্চির HD+ ইনফিনিটী ডিসপ্লে আছে আর এই ফোনে 1.4GHz য়ের কোয়াড কোড় SoC আছে, আর এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত একটি স্মার্টফোন।

আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এটি 13MP আর 5MP র ক্মবিনেশান অফার করে। আর এছাড়া এই ফোনে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Galaxy J6+ স্মার্টফোনে Galaxy J4+ য়ের মতনই 3,300mAh য়ের ব্যাটারি আছে। আর এই ডিভাসিএ সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত।

Connect On :