Samsung Galaxy J3(2018), Galaxy J7(2018) HD ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, এদের দাম জানুন

Updated on 11-Jun-2018
HIGHLIGHTS

স্যামসং তাদের Galaxy J3(2107), আর গ্যালাক্সি J7(2017) স্মার্টফোনের নতুন জেনারেশানের স্মার্টফোন লঞ্চ করেছে

স্যামসং তাদের Galaxy J3(2017) আর আর স্যামসং গ্যালাক্সি J7(2017) স্মার্টফোনের নতুন জেনারেশানের স্মার্টফোন লঞ্চ করেছে। 2017 র মডেল গত বছরের জুন মাসে লঞ্চ করা হয়েছিল। আর স্যামসং তাদের এই দুটি স্মার্টফোনের দামের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফোনের সব থেকে বড় স্পেশালিটি এগুলি অ্যাফোর্ডেবেল। আর এই স্মার্টফোন USতে কিছু বিখ্যাত রিটেলার্স আর ক্যারিয়ারের মাধ্যমে কেনা যেতে পারে আর এটি সব সময়ে পাওয়া যাবে। এই স্মার্টফোন দুটির দাম আর এগুলি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

স্যামসং গ্যালাক্সি J3(2108) স্মার্টফোনের স্পেক্সের বিষয়ে আমরা যদি দেখি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে একটি 5ইঞ্চির HD 720×1280 পিক্সালের ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর যা আপনাকে LED ফ্ল্যাশের সঙ্গে পাবেন। এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 5মেগাপিক্সালের সেলফি ক্যামেরা পাবেন। আর স্যামসংয়ের তরফে এই স্মার্টফোনের ব্যাটারির বিষয়ে তেমন কিছু বলা হয়নি।

আর এছাড়া আপনারা স্যামসং গ্যালাক্সি j7(2018) স্মার্টফোনে একটি 5.5 ইঞ্চির HD 720×1280 পিক্সালের ডিসপ্লে যুক্ত। এই ফোনটিতে একটি 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে একটি 13মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হেয়ছে। আর এই স্মার্টফোনে একটি বড় ব্যাটারি দেওয়া হেয়ছে তবে এই ফোনের ব্যাটারির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আর আমরা যদি গত বছরের লঞ্চ করা (2017) সালের মডেলের সঙ্গে এই ফোনটির তুলনা করি তবে সবার আগে এটি USতে আনা হয়েছিল। আর এই স্মার্টফোনটি ব্ল্যাক, লাইট ব্লু, গোল্ড আর পিঙ্ক কালার অপশানে এসেছিল। আর একদম প্রথম রিপোর্ট অনুস্রে Samsung Galaxy J3 (2017) স্মার্টফোনে 2.4GHzয়ের সিঙ্গেল ব্যান্ড ওয়াই-ফাই a/b/g/n আর ওয়াই-ফাই ডায়রেক্টার কানেক্টিভিটি ফিচার্স ছিল। আর এর সঙ্গে এই লিসটিং থেকে এটা জানা গেছে যে এই Samsung Galaxy J3 2017 অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে।

আর এর আগে এই স্মার্টফোনের বিষয়ে বেশ কিছু লিক আর খবর পাওয়া গেছিল। সে গুলি অনুসারে Samsung galaxy J3 2017তে 5ইঞ্চির HD ডিসপ্লে যুক্ত হবে। আর এই ডিসপ্লের রেজিলিউশান 720×1280 পিক্সাল।

এটি 1.5GHz কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU যুক্ত। এই 5মেগাপিক্সালের রেয়ার  ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা যুক্ত হবে। আর এতে 16Gb র ইন্টারনাল স্টোরেজ থাকবে।

Connect On :