Samsung Galaxy J3 2017 অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে দেখা গেছে

Updated on 21-Apr-2017
HIGHLIGHTS

Samsung Galaxy J3 2017 তে 5 মেগাপিস্কালের রেয়ার ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে

Samsung Galaxy J3 2017 (মডেল নম্বর SM-J327VL) WFA থেকে ওয়াই-ফাই সার্টিফিকেট পেয়েছিল. এবার Samsung Galaxy J3 2017 ডুয়াল সিম ভেরিয়ান্ট (মডেল নম্বর SM-J330F/DS) ও ওয়াই-ফাই সার্টিফিকেট পেয়েছে.

ওয়াই-ফাই সার্টিফিকেট অনুসারে Samsung Galaxy J3 2017 তে 2.4GHz সিঙ্গেল-বেন্ড ওয়াই- ফাই a/b/g/n আর ওয়াই-ফাই ডায়রেক্ট কানেক্টিভিটি ফিচার্স আছ. এর সঙ্গে এই লিস্টিং এ জানা গেছে যে, Samsung Galaxy J3 2017 অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম যুক্তও হবে.

আরো দেখুন: Moto E 4 এ 2GB র্যামের সঙ্গে থাকবে মিডিয়াটেক প্রসেসার

এর আগেও এই স্মার্টফোনের ব্যাপারে অনেক রকমের লিক আর খবর সামনে এসেছে. সেগুলি অনুসারে, Samsung Galaxy J3 2017  তে 5 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল. এটি 1.5GHz কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আর অ্যাড্রিনো 308 GPU যুক্ত. এতে 1.5GBর র্যামও আছে. এটি 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা যুক্ত হবে. এতে 16GBর ইন্টারনাল স্টোরেজও থাকবে.

আরো দেখুন: Samsung Galaxy S6 Edge ভারতে অ্যান্ড্রয়েড নৌগাট আপডেটে পাওয়া যাচ্ছে

আরো দেখুন: আইডিয়া তাড়াতাড়ি নিয়ে আসতে পারে Rs.297 আর Rs.447 মূল্যের দুটি নতুন 4G ডাটা প্ল্যান

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :