Samsung Galaxy J3 Pro এর ওপর Flipkart ডিস্কাউন্ট দিচ্ছে

Updated on 18-Aug-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 16GB ইন্টারনাল মেমারি আছে যা 128GB অব্দি বাড়ানো যায়

Samsung Galaxy J3 Pro স্মার্টফোনটির গোল্ড ভেরিয়েন্টে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিস্কাউন্টটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টদিচ্ছে। এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আর 2GB র‍্যাম যুক্ত। এই স্মার্টফোনটির দাম এমনিতে Rs 8490 আর ডিস্কাউন্টের পরে এটি Rs 7990 আপনার হতে পারে। ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.7,990 টাকায় Samsung Galaxy J3 Pro (Gold, 16 GB) (2 GB RAM)

Samsung Galaxy J3 Pro স্মার্টফোনটিতে 5.0 ইঞ্চির HD ডিসপ্লে যুক্ত। Samsung Galaxy J3 Pro স্মার্টফোনটিতে 1.5GHz কোয়াড কোর প্রসেসার আর 2GB র‍্যাম আছে। এই ডিভাইসটিতে 16GB ইন্টারনাল স্টোরেজ যা 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেম যুক্ত।

এই ডিভাইসের ব্যাটারি 2600mAh এর এই ফোনের রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সালের। Samsung Galaxy J3 Pro স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে। এছাড়া এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi ডাইরেক্টার, ব্লুটুথ 4.1, GPS/GLONASS, NFC ফিচার আছে। আর এটি ছাড়া এই ডিভাইসে S বাইক মোড ফিচারও আছে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.7,990 টাকায় Samsung Galaxy J3 Pro (Gold, 16 GB) (2 GB RAM)

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

Connect On :