এই স্মার্টফোনটি পেটিএম মল আর পেটিএম অ্যাপে পাওয়া যাচ্ছে
Samsung তাদের স্মার্টফোন Samsung Galaxy J3 Pro ভারতে লঞ্চ করে দিয়েছে. এই ফোনের দাম Rs.8,490 করা হয়েছে. এই স্মার্টফোনটি পেটিএম মল আর পেটিএম অ্যাপে পাওয়া যাচ্ছে.
Samsung Galaxy J3 Pro গোল্ড, ব্ল্যাক আর হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে. এই ফোনটি সবার আগে চিনে নিয়ে আসা হয়েছিল. চিনে এর দাম 990 ইয়ুয়ান অর্থাত প্রায় Rs.9,332 ছিল. এই ডিভাইসে 5.0 ইঞ্চি HD ডিসপ্লে আছে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
Samsung Galaxy J3 Pro তে 1.5GHz কোয়াড কোর প্রসেসার আছে. এই স্মার্টফোনে 2GB র্যাম আছে. ডিভাইসটির ইন্টারনাল মেমারি 16GB যা 128GB অব্দি বাড়ানো সম্ভব. এই ফোনটি অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেম যুক্ত.
এই ডিভাইসে 2600mAh ব্যটারি আছে. এই ডিভাইসে 8 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে. Samsung Galaxy J3 Pro স্মার্টফোনে 5 মেগাপিক্সাল সেলফি ক্যামেরা আছে. এছাড়া এই ডিভাইসে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi ডায়রেক্টার, ব্লুটুথ 4.1, GPS/GLONASS, NFC ফিচার আছে. এছাড়া এই ডিভাইসে S ওয়াইক মোড ফিচারও আছে.