Samsung Galaxy J3 Prime স্মার্টফোন অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে লঞ্চ হল

Samsung Galaxy J3 Prime স্মার্টফোন অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এটিতে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/1.9 অ্যাপার্চার আর 2 মেগাপিক্সাল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে

স্যামসং Galaxy S8 আর Galaxy S8+ লঞ্চ হওয়ার পরে এবার বাজারে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy J3 Prime লঞ্চ করেছে. আপাতত এই ফোনটিকে আমেরিকায় আনা হয়েছে. নতুন Samsung Galaxy J3 Prime স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে. কোম্পানি এটিকে আমেরিকায় T-মোবাইল আর মেট্রোPCS এর মাধ্যমে পাওয়া যাচ্ছে. এই স্মার্টফোনের দাম $150(প্রায় Rs.9,600) রাখা হয়েছে.

Samsung Galaxy J3 Prime এর ফিচার্সের দিকে তাকালে দেখা যাবে যে এতে 5 MP রেয়ার ক্যামেরা f/1.9 অ্যাপার্চার আর 2MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে. এটিতে 2600mAh এর ব্যাটারি আছে. এই স্মার্টফোনটি 8.89mm থিকনেস যুক্ত আর এর ওজন 148 গ্রাম.

আরো দেখুন: ZTE Axon 7s তে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে

এই ফোনের কানেক্টিভিটির দিকে দেখলে দেখা যাবে যে Samsung Galaxy J3 Prime এ ওয়াই-ফাই 802.11 a/ac/b/g/n, USB, LTE, GPS আর ব্লুটুথ 4.1 এর মতন ফিচার্স দেওয়া হয়েছে. এতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে. এটি 1.4GHz কোয়াড-কোর প্রসেসার যুক্ত. এতে 1.5GB র্যাম আর 16GBর ইন্টারনাল স্টোরেজ আছে.

আরো দেখুন: Samsung Galaxy On7 Pro 2017 পেল ব্লুটুথ সার্টিফিকেট

আরো দেখুন: ভারতে Nokia 3310র দাম হবে Rs.3,899?

সোর্স:

ইমেজ সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo