গিকবেঞ্চ ওয়েবসাইটে লিক হল Galaxy J3 (2017) এর স্পেকস, সাত হাজারেরও কমে আনছে স্মার্টফোন

Updated on 30-Nov-2016
HIGHLIGHTS

বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷

মোবাইল নির্মাতা কোম্পানি সামসাং তার ‘J’ সিরিজের স্মার্টফোনগুলির জনপ্রিয়তা দেখে বাজারে আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে৷ প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট গিকবেঞ্চ জানাচ্ছে, আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy J3 (2017)৷ তবে বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷

আরও দেখুন : এবার দূরবর্তী এলাকাতে ও 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন

নতুন হ্যান্ডসেটের স্ক্রিন হতে পারে 5 ইঞ্চির৷ HD ডিসপ্লে, রেজোলিউশন 720×1280 পিক্সেলের৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট তো থাকছেই, স্মুথ পারফরম্যান্সের জন্য কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে 1.5 বা 2GB র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ 16GB’র হলেও ইউজাররা ব্যবহার করতে পারবেন 10GB৷ কারণ, স্বাভাবিকভাবেই বাকি স্পেসটুকু সিস্টেম স্টোরেজের জন্য বরাদ্দ থাকবে৷ মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে মেমোরি এক্সপ্যান্ড করারও সুযোগ থাকছে৷

তবে GFX বেঞ্চ নামে আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সি J3 (2017) হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা কোয়ালিটি বেশ দুর্বল৷ মাত্র 5 মেগাপিক্সেল৷ ফ্ল্যাশের পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন, অটো-ফোকাস, টাচ-ফোকাস প্রযুক্তি৷ সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে 2MP-র ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি ভিওএলটিই সাপোর্টেড নতুন মডেলটির দাম হতে পারে আনুমানিক 6,800 টাকা৷

আরও দেখুন : মোটো M স্মার্টফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ

আরও দেখুন : 3G ফোনে মিলবে 4G নেট, এই অ্যাপ এর মাধ্যমে

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :