Samsung Galaxy J3 2017 লঞ্চ হল, এতে 5 মেগাপিক্সালের ক্যামেরা আছে

Updated on 16-May-2017
HIGHLIGHTS

Samsung Galaxy J3 2017 এ 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে

স্যামসং বাজারে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy J3 2017 লঞ্চ করেছে. এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন আর এটি আপাতত আমেরিকার বাজারে $179.99 (প্রায় Rs. 11,500) দামের সঙ্গে আনা হয়েছে. আসা করা হচ্ছে যে কোম্পানি তাড়াতাড়ি এই স্মার্টফোনটিকে ভারতীয় বাজারেও নিয়ে আসবে.

Samsung Galaxy J3 2017 অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল. এই ফোনটিতে 1.4GHz কোয়াড কোর স্যামসং Exynos 7 কোয়াড (7570) প্রসেসার আছে. এর সঙ্গে এতে 1.5GB’র র্যাম আছে. এই স্মার্টফোনে 5মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে. রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে. এর মাধ্যমে 30fps এর ফুল HD ভিডিও রেকর্ডিং করা যেতে প্কারে. এর সঙ্গে এতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে. কোম্পানি সেলফি ক্যামেরাতে একটি বিউটি এফেক্টও দিয়েছে.

আরো দেখুন: Nokia 3310 ভারতে লঞ্চ হল, এর দাম Rs.3310

Samsung Galaxy J3 2017 স্মার্টফোনটিতে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে. কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 b/g/n, ব্লুটুথ v4.2 আর  GPS/A-GPS এর মতন ফিচার্স আছে.

এছাড়া কোম্পানি তাদের এই ফোনে 2600mAh এর ব্যাটারিও দিয়েছে. কোম্পানি দাবি করেছে যে এই ব্যাটারি 23 ঘন্টার টক টাইম দেয়. এর ওজন 148 গ্রাম আর এর থিকনেস 8.64mm.

আরো দেখুন: Gionee S10 স্মার্টফোনটি 26এ, মে লঞ্চ হতে পারে

ইমেজ সোর্স:

Connect On :