স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার 2 আনুষ্ঠানিকভাবে লঞ্চ

স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার 2 আনুষ্ঠানিকভাবে লঞ্চ
HIGHLIGHTS

এতে উপস্থিত রয়েছে 2GB Ram এবং এটি 16GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে সজ্জিত করা.

শেষ কবে ফ্লিপ ফোন ব্যবহার করেছিলেন মনে পড়ে? সেই নস্ট্যালজিয়ার সঙ্গে খাঁটি অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার ভরপুর স্বাদ দিতেই স্মার্টফোনটি বাজারে আনার তোড়জোর শুরু করেছে দক্ষিণ কোরীয় সংস্থা সামসাং৷ অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত৷ গত বুধবার রাতে আত্মপ্রকাশ ঘটেছে অ্যাপলের নতুন আইফোনের৷ এই অবস্থায় প্রতিযোগী সংস্থা স্যামসাংই বা পিছিয়ে থাকবে কেন? শুক্রবারই সংস্থার ওয়েবসাইটে একটি নতুন ফ্লিপ স্মার্টফোনের নাম জুড়ল৷ মডেলটির নাম স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার 2৷ এতদিন বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু এবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ায় জল্পনার আর কোনও অবকাশ রইল না৷ চিনে স্যামসাংয়ের ওয়েবসাইটে আত্মপ্রকাশ ঘটায় মনে করা হচ্ছে, সে দেশেই মডেলটির অভিষেক হতে পারে৷

আরও দেখুন : এসে গেল ৬০ এমপি ক্যামেরা, ১৮ জিবি র‍্যামের স্মার্টফোন

গতবছর ফোল্ডার 2 স্মার্টফোন বাজারে আসার পর এটি সিরিজের দ্বিতীয় ফোন৷ পুরনো ও নতুন হ্যান্ডসেট দু’টির মধ্যে লুকস-এ বিশেষ পার্থক্য নেই৷ শুধুমাত্র কিপ্যাডের রং ছাড়া৷ নয়া মডেলের কিপ্যাডের রং মেটালিক সিলভার৷ মার্শমেলো আপডেট-যুক্ত এই অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোনে রয়েছে মেটালিক বডি, কিপ্যাড ও ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা৷ সেলফি তোলার জন্য রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের৷

স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার 2 স্মার্টফোনের স্ক্রিন ৩.৮ ইঞ্চির৷ স্মুদ পারফরম্যান্সের জন্য ১.৪ গিগাহার্ৎজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি-র সঙ্গে রয়েছে ২ জিবি র‍্যাম৷ মডেলটির ইনবিল্ট স্টোরেজ ১৬ জিবি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ১৯৫০ এমএএইচ ব্যাটারি থাকার দরুন ৩১৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরীয় সংস্থাটির৷ ১৬০ গ্রাম ওজনের এই ফোর-জি হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির দাম ২৫০ ডলারের আশেপাশে হতে পারে৷ তবে মডেলটি কবে বাজারে আসবে সে খবর এখনই স্পষ্ট নয়৷

আরও দেখুন : বাজারে লঞ্চ করল সর্বাধুনিক আইফোন ওয়াটারপ্রুফ আইফোন 7, আইফোন 7 প্লাস

আরও দেখুন : বাজারে প্রস্তুত হলো LG V20 স্মার্টফোন, বিশ্বের প্রথম ফোন যা অ্যান্ড্রয়েড 7.0 নগাট দিয়ে সজ্জিত

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo