Samsung Galaxy Folder 2 স্মার্টফোনটি লঞ্চ হল

Updated on 23-Jun-2017
HIGHLIGHTS

Samsung Galaxy Folder 2 ব্ল্যাক রঙেও পাওয়া যাবে

স্যামসং তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy Folder 2 নিয়ে এসেছে। আপাতত এটি দক্ষিণ কোরিয়াতে 297,000 Won (প্রায় Rs 16,900) দামে পাওয়া যাবে। Samsung Galaxy Folder 2 বাজারে Galaxy Folder এর জায়গা নেবে যা 2013 সালে লঞ্চ করা হয়েছিল। এটি ব্ল্যাক আর বারগেন্ডি কালারে সেলের জন্য পাওয়া যাবে।

Samsung Galaxy Folder 2 এর ফিচার্স গুলি এবার দেখে নেওয়া যাক। এতে 3.8-ইঞ্চির WVGA ডিসপ্লের রেজিলিউশন 800 x 480 পিক্সাল। এটি কোয়াড 1.4GHz কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার যুক্ত। এতে অ্যাড্রিনো 308 GPU ও আছে। এটি 2GB র‍্যাম যুক্ত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শেমেলো অপারেটিং সিস্টেমের TouchWiz ইউজার্সে কাজ করে। এটি 1950mAh ব্যাটারি যুক্ত।

Samsung Galaxy Folder 2 তে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটি 8MP’র অটো-ফোকাস রেয়ার ক্যামেরা যুক্ত। এর সঙ্গে এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটি 4G LTE ফিচার যুক্ত। 

Connect On :