Upcoming Smartphone: শীঘ্রই লঞ্চ হবে নতুন Samsung স্মার্টফোন! জানুন কী থাকবে বিশেষ
Samsung তার নতুন ডিভাইসে কাজ শুরু করে দিয়েছে
আপকামিং স্মার্টফোনটি Galaxy F Series এর আওতায় আসতে পারে
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে নতুন স্মার্টফোন Samsung Galaxy F55 হবে
Samsung তার নতুন ডিভাইসে কাজ শুরু করে দিয়েছে। আপকামিং স্মার্টফোনটি Galaxy F Series এর আওতায় আসতে পারে। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে নতুন স্মার্টফোন Samsung Galaxy F55 হবে। এই ফোনটি ভারত সহ বাংলাদেশের বাজারে আনা হবে।
ডিভাইস সম্পর্কিত একটি সাপোর্ট পেজও স্পট করা হয়েছে। তবে এখানে স্যামসাং গ্যালাক্সি F55 ফোনের পরিবর্তে মডেল নম্বর দেওয়া হয়েছে। স্যামসাংয়ের অফিসিয়াল সাপোর্ট পেজে মডেল নম্বর SM-E556B/DS এর সাথে দেখা গেছে। দাবি করা হচ্ছে এটি গ্যালাক্সি F55 ফোন হবে।
আরও পড়ুন: Vodafone Idea এর সেরা Prepaid Plan, পুরো বছর মন খুলে করুন আনলিমিটড কথা, সাথে ডেটাও
আপকামিং ডিভাইসটি যদি লঞ্চ করা হয় তবে এটি Samsung Galaxy F54-এর সাক্সেসার হিসেবে আসতে পারে। গত বছরের মাঝামাঝি বাজারে আনা হয়েছিল। এই হিসেবে গ্যালাক্সি F55 জুন মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন ফোনে বড় পরিবর্তন হিসাবে, নতুন প্রসেসর দেওয়া যেতে পারে।
Samsung Galaxy F54 স্পেসিফিকেশন
Samsung Galaxy F54 স্মার্টফোনের কথা বললে, ডিসপ্লে হিসেবে এতে 6.7 ইঞ্চি সুপার AMOLED স্ক্রিন রয়েছে। এটি ফুল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসে। ডিসপ্লে সুরক্ষিত রাখতে গরিল্লা গ্লাস 5 এর প্রটেকশন দেওয়া।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি শুটার দেওয়া।
এতে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া আছে। এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অফার করে। বড় ব্যাটারি চার্জ করার জন্য 25 ওয়াট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন: Price cut: সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন! হাতছাড়া করবেন না এই সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile