Samsung Galaxy F55 5G Price in India: স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। নতুন স্মার্টফোনে দেওয়া স্পেসিফিকেশন এবং ফিচার Galaxy M55 5G এর সাথে অনেকটা মিল খায়। নতুন স্মার্টফোনে একাধিক দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। এটি Snapdragon 7 Gen 1 প্রসেসর এবং এতে 45W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।
Galaxy F55 5G ফোনে 50MP মেইন রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ভেগন লেদর সহ আনা হয়েছে। লেদর ডিজাইন সহ লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি আরও দুর্দান্ত লুক অফার করে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ফোনের দাম কত, কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে।
আরও পড়ুন: Xiaomi 14 Civi: ভারতে এই দিন লঞ্চ হবে 32MP+32MP সেলফি ক্যামেরা সহ শাওমি ১৪ সিভি
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আনা হয়েছে।
গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিকেল 7 টায় আর্লী বর্ড সেলের আওতায় বিক্রি হবে।
সেল অফারের আওতায় কোম্পানি লেটেস্ট ফোনে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে। ডিভাইসটি আজ কিনলে 45W এডেপ্টার মাত্র 499 টাকায় এবং Galaxy Fit 3 স্মার্ট ব্যান্ড মাত্র 1999 টাকায় পাওয়া যাবে। ফোনটি দুটি কালার রেজিন ব্ল্যাক এবং এপ্রিকট ক্রাশ মতো দুটি কালার অপশনে পাওয়া যাবে।
ডিসপ্লে: গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে 6.55-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 1000 নিট ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করবে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা। স্টোরেজটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনে ছবি ভাল আসতে এতে এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট দেওয়া। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনে 50 মেগাপিক্সেল থাকছে, যার সাথে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেন্সর পেয়ার করা। রিয়ার ক্যামেরা দিয়ে 30 fps এ 4K রেকর্ডিং এবং HD রেজোলিউশনে 240fps স্লো মোশন রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 50-মেগাপিক্সেল সেন্সর থাকবে।
ব্যাটারি: লেটেস্ট গ্যালাক্সি এফ৫৫ ফোনে 5000mAh ব্যাটারি থাকছে, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। তবে ফোনের বক্সে চার্জের পাওয়া যাবে না।
আরও পড়ুন: Moto G04s: 50MP AI ক্যামেরা সহ ভারতে এই দিন লঞ্চ হবে নতুন মোটোরোলা ফোন, দেখে নিন কেমন হবে ফিচার