Samsung Galaxy F55 5G price: লঞ্চের আগে ফাঁস হল স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনের দাম, জানুন কত

Updated on 03-May-2024
HIGHLIGHTS

Samsung Galaxy F55 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ স্মার্টফোনটি 8GB থেকে 12GB RAM অপশনে লঞ্চ হতে পারে

দাবি করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনের বেস মডেলটি 26,999 টাকায় আসবে

Samsung Galaxy F55 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। Geekbench লিস্টিং থেকে এই ফোনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখন একটি ওয়েবসাইটে আপকামিং স্মার্টফোনের (Upcoming Smartphone) দাম ফাঁস হয়েছে। রিপোর্ট দাবি করা হয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ স্মার্টফোনটি 8GB থেকে 12GB RAM অপশনে লঞ্চ হতে পারে।

কত দাম হবে আপকামিং Samsung Galaxy F55 5G ফোনের

দি টেক আউটলুক এর রিপোর্টর মতে, গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের তিনটি মডেল ভারতে আনা হবে। ফোনের বেস মডেল 8GB/128GB দেওয়া হবে। দ্বিতীয় মডেলে 8GB/256GB স্টোরেজ দেওয়া হবে। তৃতীয় মডেলটি 12GB/256GB সহ আসবে।

আরও পড়ুন: Amazon Summer Sale 2024: নয়েজ, বোট, রেডমি সেরা ব্লুটুথ ইয়ারবাডস 1000 টাকার কমে, বাম্পার অফার মিস করবেন না!

দাবি করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনের বেস মডেলটি 26,999 টাকায় আসবে। আর বাকি মডেলগুলি 29,999 টাকা এবং 32,999 টাকায় বাজারে এন্ট্রি করতে পারে।

লঞ্চ অফার হিসেবে কোম্পানি ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেবে। যার পর প্রতিটি মডেল 2000 টাকা কম দামে কেনা যাবে।

Galaxy F55 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

গ্যালাক্সি এফ৫৫ ফোনের ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চির AMOLED ইনফিনিটি ও ডিসপ্লে হবে। এটি ফুল এইচডি+ রেজোলিউশন সহ আনা হবে। 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেসে কাজ করবে এই ফোন।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে

প্রসেসিংয়ের জন্য এতে Qualcomm-এর Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের দেওয়া হবে। এর সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। ফোনে সেলফি ক্যামেরা হিসেবে এতে 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

পাওয়ার দিতে এই ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

আরও পড়ুন: Nokia লঞ্চ করল এক সাথে 3 সস্তা ফোন, বেশি ব্যাটারি ব্যাকআপ সহ মিলবে Unisoc T107 প্রসেসর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :