লঞ্চের আগেই লিক হল Samsung এর আপকামিং 5G ফোনের তথ্য, থাকবে 108MP ক্যামেরা

Updated on 10-May-2023
HIGHLIGHTS

Samsung Galaxy F54 5G ফোনের ফিচার লঞ্চের আগেই লিক হয়ে গিয়েছে

Samsung Galaxy F54 5G ফোনটি Galaxy M54 5G এর রি-ব্র্যান্ডেড ভার্সন হবে

Samsung Galaxy F54 5G ফোনটি 27,000 টাকার কাছাকাছি দামে বাজারে আসতে পারে

Samsung Galaxy F54 5G ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ করা হবে। খবর অনুযায়ী, এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি এই বছর মে মাসেই বাজারে আনা হবে। তবে ফোনের লঞ্চ তারিখ নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

Samsung Galaxy F54 5G ফোনের ফিচার লঞ্চের আগেই লিক হয়ে গিয়েছে। ফোনটি Google Play কনসোলে দেখা গিয়েছে। লিস্টিং থেকে ফোনের কিছু ফিচার জানা গেছে।

খবর অনুযায়ী, Samsung Galaxy F54 5G ফোনটি Galaxy M54 5G এর রি-ব্র্যান্ডেড ভার্সন হবে, যা এই বছরের শুরুতে লঞ্চ করা হয়েছিল।

কত হবে Samsung Galaxy F54 5G ফোনের দাম

একজন টিপস্টার অনুযায়ী, Samsung Galaxy F54 5G ফোনটি আগামী দুই সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ করা হবে। Samsung Galaxy F54 5G ফোনটি 27,000 টাকার কাছাকাছি দামে বাজারে আসতে পারে।

Samsung Galaxy F54 5G ফোনে কী রয়েছে ফিচার

Galaxy F54 5G ফোনের ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসবে। এই ফোনে অক্টা-কোর Exynos 1380 প্রসেসর অফার করা হবে।

ফটোগ্রাফির জন্য, আপকামিং ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হবে, যার প্রাইমারি লেন্স 108 মেগাপিক্সেলের হবে। Samsung Galaxy F54 5G এর ক্যামেরার সাথে Optical Image Stabilization (OIS) সাপোর্ট থাকবে। এর দ্বিতীয় সেন্সর 8 মেগাপিক্সেলের এবং তৃতীয় লেন্স হবে 2 মেগাপিক্সেলের হবে। সেলফির জন্য় ফোনে 32-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

দাবি করা হচ্ছে যে Samsung এর Galaxy F54 5G ফোনে 6000mAh ব্যাটারি থাকতে পারে, যার সাথে 25W এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি ডুয়াল সিম সাপোর্ট হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :