6 জুন ভারতে আসছে দুর্ধর্ষ ক্যামেরা সহ Samsung এর শক্তিশালী ফোন, শুরু হয়ে গেছে প্রি-বুকিং
Samsung কোম্পানি 6 জুন, 2023-এ ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা দিয়েছে
মাত্র 999 টাকায় প্রি-বুকিং করা যাবে Samsung Galaxy F54 5G ফোন
Samsung Galaxy F54 5G ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং Samsung এর ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে
Samsung Galaxy F54 5G ফোনটি বেশি কিছুদিন ধরে অনলাইনে চর্চায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কোম্পানি তার আপকামিং Galaxy F54 5G ফোনের প্রি-বুকিং শুরু করে দিয়েছে। এর পাশাপাশি, কোম্পানি ফোনের লঞ্চের তারিখও সামনে এসেছে। লঞ্চের আগেই Samsung Galaxy F54 5G ফোনের বেশি কিছু ফিচার ফাঁস হয়ে গিয়েছে।
Samsung কোম্পানি 6 জুন, 2023-এ ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা দিয়েছে। Samsung Galaxy F54 5G ফোন 6ই জুন ভারতে লঞ্চ হতে চলেছে। Samsung তার আপকামিং ফোন Galaxy F54 এর ক্যামেরার প্রশংসা করছে। মাত্র 999 টাকায় প্রি-বুকিং করা যাবে Samsung Galaxy F54 5G ফোন।
আরও পড়ুন: ইউজারনেম, স্ক্রিন শেয়ার সহ এই 5 ফাটাফাটি ফিচার আসছে WhatsApp-এ, মিলবে কী কী সুবিধা?
Samsung Galaxy F54 5G ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং Samsung এর ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে। ফোনটি প্রি-বুক করা গ্রাহকরা 2000 টাকার সুবিধা পাবেন।
কী ফিচার থাকবে Samsung Galaxy F54 5G ফোনে?
Samsung Galaxy F54 ফোনে 6.7-ইঞ্চি FHD + সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ফোনে Exynos 1380 প্রসেসর পাওয়া যাবে।
Samsung দাবি করেছে যে মিডরেঞ্জের Galaxy F54 5G ফোনে দুর্ধর্ষ ক্যামেরার অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে 108 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে। এছাড়া, ক্যামেরার সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) পাওয়া যাবে।
আরও পড়ুন: Note 12T Pro ভারতে আসছে Redmi K60i হয়ে? কেন? থাকবে কোন কোন বদল?
Samsung এর অনুসারে, আপকামিং ফোনে Galaxy S23 series এর মতো ক্যামেরা ফিচার থাকবে। Galaxy F54 5G ফোনে অ্যাস্ট্রোল্যাপস ফিচার পাওয়া যাবে। এর পাশাপাশি, ফ্রন্ট ক্যামেরার সাথে লো লাইট ফটোগ্রাফি মোডও সাপোর্ট দেওয়া হবে। ফোনটি 6000mAh ব্যাটারি সহ 25W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile