শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy F54 5G, লঞ্চের আগেই জেনে নিন দাম থেকে ফিচার
Samsung -এর তরফে Samsung Galaxy F54 5G ফোনটি লঞ্চ করতে চলেছে
এই ফোনে Exynos প্রসেসর থাকবে
অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন
Samsung -এর তরফে শীঘ্রই বাজারে আনা হচ্ছে Samsung Galaxy F54 5G ফোনটি। Google Play Console সার্টিফিকেশন -এর তরফে সম্প্রতি Samsung Galaxy F54 5G ফোনটির একাধিক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এই ফোনের মডেল নম্বর হল SM M546B।
এর আগে অবশ্য BIS সার্টিফিকেশন ওয়েবসাইট থেকেও একই তথ্য পাওয়া গিয়েছিল। বাদ যায়নি Samsung -এর অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকেও নিশ্চিত বার্তা এসেছে।
এই ফোনের একাধিক ফিচারের ব্যাপারে তথ্য নানা জায়গা থেকেই পাওয়া গিয়েছে। জেনে নিন এই ফোনে কোন কোন ফিচার থাকবে।
Samsung Galaxy F54 5G ফোনটির ফিচার
1. Google Play Console -এর মতে এই ফোনে Exynos s5e8835 প্রসেসর থাকবে যা কিনা Exynos 1380 -এর মতোই ভাল।
2. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
3. এই ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনের ডিসপ্লের মাঝখানে থাকবে পাঞ্চ হোল কাট আউট। স্লিম বেজেল থাকবে এই ফোনে।
4. 1080X2400 পিক্সেলের রেজোলিউশন থাকবে এই ফোনে যেখানে 450 ppi পাওয়া যাবে।
5. ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে।
টিপস্টার অভিষেক যাদব এর আগে টুইটারে জানিয়েছিলেন এই ফোনে 6.7 ইঞ্চির একটি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। কর্নিং গোরিলা গ্লাস 5 -এর প্রোটেকশন থাকবে এই ফোনে।
108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ফোনে সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 6000 mAh ব্যাটারি থাকবে বলেও জানান তিনি।
কবে লঞ্চ হতে পারে এই ফোন?
এই ফোন কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই টিপস্টার জানিয়েছেন April -এর শেষ সপ্তাহেই হয়তো Samsung -এর তরফে তাদের এই F সিরিজের ফোন লঞ্চ করা হবে। এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোনের দাম জানানো হয়নি। তবে টিপস্টার যে তথ্য দিয়েছেন তাতে জানা গিয়েছে এই ফোনের দাম ভারতে 23,000 টাকার বেশি হবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile