Samsung -এর তরফে আবারও একটি বাজেট ফোন নিয়ে আসা হতে চলেছে ভারতের বাজারে। এই আসন্ন ফোনটির নাম Samsung Galaxy F34 5G। তবে এই ফোনটি হয়তো কেবলই ভারতে কিনতে অপওয়া যাবে। গ্রাহক ফোনটি লঞ্চ হওয়ার পর Flipkart থেকে কিনতে পারবেন।
এই ফোন এই প্রাইজ রেঞ্জের সেরা ক্যামেরা এবং ব্যাটারি নিয়ে আসবে বলেই জানা গিয়েছে। আপাতত কী কী জানা গিয়েছে এই ফোন সম্পর্কে দেখুন।
Samsung Galaxy F34 5G ফোনটি শীঘ্রই দেশের বাজারে লঞ্চ করতে চলেছে। যদিও এখনও এই ফোনের লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে এই ফোনটি অগাস্টে লঞ্চ করবে।
আরও পড়ুন: IQOO Z7 Pro India Launch: ভারতে আসছে IQOO-এর এই ফোন, লঞ্চের আগে প্রকাশ্যে এল ডিজাইনের ঝলক
1. এই ফোনে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে বলেই জানানো হয়েছে। এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাবে যার সাহায্যে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সভ্য হবে। ফান মোড থাকবে এই ফোনের ক্যামেরায়।
2. এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট সহ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এখানে 1000 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে বেশ ভাল ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখানে।
3. 6000mAh ব্যাটারি থাকবে এই ফোনে যা এখন Smasung -এর একাধিক ফোনেই দেখা যায়। এক চার্জে এই ফোন 2 দিনের ব্যাটারি লাইফ দেবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। ফলে এই ফোনের সাহায্যে নির্দ্বিধায় গেম খেলা বা কনটেন্ট দেখা যাবে।
তবে ফোনে কী প্রসেসর থাকবে সেটা এখনও জানানো হয়নি। একই সঙ্গে প্রকাশ করা হয়নি যে এটা কবে লঞ্চ করবে। তবে মনে করা হচ্ছে এটি আগামী মাসেই মানে আগস্টে লঞ্চ করবে।
আরও পড়ুন: Redmi 12 5G Price Tipped: লঞ্চের আগেই দামের আভাস মিলল রেডমি ফোনের, কটা স্টোরেজ মডেল থাকবে?
তবে কী কী রঙে ফোনটি উপলব্ধ হবে সেটার একটা ধারণা পাওয়া গিয়েছে। এই ফোনটির দুটো রঙের অপশন দেখা গিয়েছে। আর এই রং দুটো হল কালো এবং গ্রিন। অন্যান্য কালার অপশনও থাকতে পারে।
ফোনটির এক ঝলক দেখে মনে হচ্ছে এটা যেন অনেকটা Samsung Galaxy M34 ফোনটির মডিফায়েড ভার্সন, এখকবেই ফোনটি Amazon থেকে কেনা যাচ্ছে। তাই অনুমান করা হচ্ছে এই ফোনটির দাম 20,000 টাকার মধ্যেই হবে।