Samsung লঞ্চ করল 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ কম দামি 5G ফোন, দাম জেনে অবাক হবেন

Updated on 04-Mar-2024

Samsung কোম্পানি ভারতে লেটেস্ট Galaxy F15 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি একটি বাজেট স্মার্টফোন, যা 15,000 টাকা শুরুর দামে আনা হয়েছে। স্মার্টফোনের বিশেষ ফিচারের কথা বললে, এতে 6000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6100+ চিপসেট এবং 4 বছরের Android আপডেট পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্যামসাং গ্যালাক্সি F15 ফোনে দাম, ফিচার এবং সেলের বিষয়।

Samsung Galaxy F15 5G ভারতে কত দামে বিক্রি হবে

গ্যালাক্সি F15 ফোনের দাম শুরু হয়ে 15,999 টাকা থেকে। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 6GB RAM এবং 128GB মডেলও আনা হয়েছে। এটি 16,999 টাকা থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Vivo V30 series Price Leaked: 7 মার্চের আগেই প্রকাশ হল দাম এবং ফিচার, জানুন আপনার পকেট কত খরচ পরবে?

বিক্রির কথা বললে, স্মার্টফোনটি আজ সন্ধ্যা 7 টায় অনলাইন শপিং সাইট Amazon সাইটে আর্লী সেলে কেনা যাবে।

কোম্পানি এই ফোনে প্রথম বিক্রিতে 1000 টাকার ছাড় অফার করছে। এই অফারটি HDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে পাওয়া যাবে।

স্মার্টফোনটি জ্যাজি গ্রিন এবং গ্রোভি ভায়োলেটের দুটি রঙে কেনা যাবে।

Galaxy F15 5G ফোনে স্পেসিফিকেশন এক নজরে জেনে নিন

নতুন স্যামসাং ফোনে 6.5-ইঞ্চি FHD+ sAMOLED ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসরে চলবে।

নতুন স্যামসাং ফোনে 6.5-ইঞ্চি FHD+ sAMOLED ডিসপ্লে রয়েছে

ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে- 4GB/6GB RAM এবং 128GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 5MP সেন্সর এবং 2MP সেন্সর পাওয়া যাবে। সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া গ্যালাক্সি F15 ফোনে।

পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে স্যামসাং ফোনে। কোম্পানির দাবি যে ফোনটি একবার চার্জে দুই দিন চলতে পারে।

স্যামসাং এছাড়াও চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: নতুন রুপে হাজির Nokia G42 5G স্মার্টফোন, দাম শুনে কিনতে ছুটবেন!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :