8GB RAM সহ সস্তা দামে Samsung Galaxy F04 ভারতে লঞ্চ, রয়েছে দুর্দান্ত ফিচার

8GB RAM সহ সস্তা দামে Samsung Galaxy F04 ভারতে লঞ্চ, রয়েছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Samsung Galaxy F সিরিজের আওতায় আরেকটি নতুন ফোন Samsung Galaxy F04 লঞ্চ করেছে

Samsung Galaxy F04 ফোনটি 9,499 টাকা দামে লঞ্চ হয়েছে, ফোনটি বর্তমানে 7,499 টাকায় ডিসকাউন্ট অফার সহ কেনা যাবে

Galaxy F04 ফোনে 8GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ রয়েছে

Samsung Galaxy F সিরিজের আওতায় আরেকটি নতুন ফোন Samsung Galaxy F04 লঞ্চ করেছে। এই ফোনের দাম 7499 টাকা থেকে শুরু হয়। স্যামসাংয়ের সস্তা ফোনে 6.5-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং MediaTek Helio P35 প্রসেসর সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনে 8GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনে 13 মেগাপিক্সেল এর ডুয়াল রিয়ার ক্যামেরার সাপোর্ট দেওয়া হয়েছে। চলুন আসুন ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক…

Samsung Galaxy F04 এর দাম

Samsung Galaxy F04 ফোনটি 9,499 টাকা দামে লঞ্চ হয়েছে। তবে ফোনটি বর্তমানে 7,499 টাকায় ডিসকাউন্ট অফার সহ কেনা যাবে। ফোনটি জেড পার্পল এবং ওপাল গ্রিন দুটি কালার আপশনে আসে। Samsung Galaxy F04 12 জানুয়ারি দুপুর 12টা থেকে Flipkart থেকে কেনা যাবে। কোম্পানি ফোনে 1 বছরের ওয়ারেন্টি এবং ইনবক্সে 6 মাসের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দিচ্ছে।

Samsung Galaxy F04 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy F04 ফোনে 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা (720 x 1,600 পিক্সেল) রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেট অফার করে। ডুয়াল সিম সহ ফোনে Android 12 ভিত্তিক One UI পাওয়া যায়। ফোনে MediaTek Helio P35 প্রসেসর এবং 8GB ভার্চুয়াল RAM সহ 64GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Samsung Galaxy F04 ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল। সামনে, ফোনটিতে একটি 5-মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy F04 স্মার্টফোনে একটি 5,000mAh লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হবে, যার সাথে 10W চার্জিং পাওয়া যায়।

Galaxy F04 ফোনে কানেক্টিভিটির জন্য 4G, Wi-Fi, ব্লুটুথ ভার্সন 5, GPS, FM রেডিও এবং USB Type-C পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক ফিচার দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo