6GB র্যা ম যুক্ত Samsung Galaxy C9 Pro ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.1.1 এর আপডেট পাচ্ছে

6GB র্যা ম যুক্ত Samsung Galaxy C9 Pro ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.1.1 এর আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

Samsung Galaxy C9 Pro স্মার্টফোনটি 6GB র্যা মের সঙ্গে ভারতে লঞ্চ হওয়া স্যামসং এর প্রথম ফোন

Samsung Galaxy C9 Pro ফোনটি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে। এই ফোনটি এখন অ্যান্ড্রয়েড 7.1.1 এর আপডেট পাচ্ছে।

কোম্পানি জানিয়েছে যে এই নতুন আপডেটটি ভারতে ওভার দি এয়ার পাওয়া শুরু করেছে। আপনি যদি ফোনটির আপডেট না পান তবে ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইসে গিয়ে সেখানে সফটোওয়্যার আপডেটে ক্লিক করুন।  

এবার স্যামসং এর Samsung Galaxy C9 Pro স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে 6-ইঞ্চির ফুল HD AMOLED ডিসপ্লে আছে আর যার রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল। এই ফোনটিতে অক্টাকোর স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার যুক্ত। এতে অ্যাড্রিনো 510 GPU আছে, এই ফোনটিতে 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যায়।

Samsung Galaxy C9 Pro স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। যা এবার অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাও 16 মেগাপিক্সালের। এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 4.2, GPS, NFC আর একটি USB টাইপ C ফিচার্স যুক্ত। আর এই ফোনটির ওজন 185 গ্রাম।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo