Samsung Galaxy C7 Pro অনেক ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy C7 Pro অনেক ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এই ডিস্কাউন্টটি এর 64GB ইন্টারনাল স্টোরেজ, নেভি ব্লু ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy C7 Pro কে কিছুদিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটিকে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে খুব ভাল ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির আসল দাম Rs. 29,990 আর ডিস্কাউন্টের পরে এটি Rs. 25,990 তে পাওয়া যাচ্ছে। এতে অ্যামাজন 13% এর ডিস্কাউন্ট দিচ্ছে। ডিস্কাউন্টের পরে আপনি এই ফোনটিতে Rs. 4,000 বাচাতে পারছেন। এই ডিস্কাউন্টটি এর 64GB ইন্টারনাল স্টোরেজ, নেভি ব্লু ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy C7 Pro তে 5.7 ইঞ্চির ফুল HD সুপার AMOLED 2.D কার্ভড গ্লাস ডিসপ্লে করনিং গ্লাস 4 যুক্ত। এটিতে 2.2GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর 4GB র‍্যাম আছে। এতে ডুয়াল সিম স্লট আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে ফুল মেটাল বডি আছে।

Samsung Galaxy C7 Pro তে 16 মেগাপিক্সাল এর রেয়ার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। দুটিতে f/1.9 অ্যাপার্চার আছে, রেয়ার ক্যামেরায় PDAF আর একটি ফুল ডুয়াল LED ফ্ল্যাশ আছে। এর ক্যামেরা ফুল HD ভিডিও 30 ফ্রেমিং প্রতি সেকেন্ডে রেকর্ডিং করতে পারে। এই হ্যান্ডসেটটির ইন্টারনাল স্টোরেজ 64GB। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে। এতে একটি হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।

কানেক্টিভিটির জন্য এতে  4G LTE, USB টাইপ-C, ব্লুটুথ v4.2, GPS/ A-GPS, NFC আর 3.5mm অডিও জ্যাকের ফিচার দেওয়া হয়েছে। এতে 3300mAh এর ব্যাটারিও আছে। এর ওজন 172 গ্রাম আর এর থিকনেস 7mm। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo