Samsung Galaxy C7 Pro স্মার্টফোনটি এই কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে. এই স্মার্টফোনটির আসল দাম Rs.27,990. কিন্তু অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন এই ফোনটিতে স্পেশাল ডিস্কাউন্ট দিচ্ছে.
অ্যামাজন থেকে Samsung Galaxy C7 Pro কে এবার Rs.25,990 দিয়ে কেনা যেতে পারে. অ্যামাজন এই স্মার্টফোনে Rs.2,000 এর ডিস্কাউন্ট দিচ্ছে. Samsung Galaxy C7 Pro গোল্ড আর নেভি ব্লু রঙে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে.
আরো দেখুন: Alcatel Pixi 4 (6) 6-ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম Rs.9,100
Samsung Galaxy C7 Pro তে 5.7 ইঞ্চির ফুল HD সুপার AMOLED 2.D কার্ভড ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 4 আছে. এটিতে 2.2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর 4GB র্যাম যুক্ত. এটিতে ডুয়াল সিম স্লট আছে. এটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে, এতে ফুল মেটাল বডি আছে.
Samsung Galaxy C7 Pro তে 16 মেগাপিক্সালের রেয়ার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে. দুটিতেই f/1.9 অ্যাপার্চার আছে, রেয়ার ক্যামেরায় PDAF আর একটি ডুয়াল LED ফ্ল্যাশ আছে. এর ক্যামেরা ফুল HD ভিডিও 30 ফ্রেমিং প্রতি সেকেন্ডে রেকর্ড করতে পারে. এই হ্যান্ডসেটটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে. এটি হাইব্রিড সিম স্লট যুক্ত.
আরো দেখুন: Nokia 6 পাচ্ছে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট
আরো দেখুন: Xiaomi Redmi 4 স্মার্টফোন 16ই মে ভারতে লঞ্চ হবে, দাম হতে পারে Rs.9,999