Samsung Galaxy C5 Pro স্মার্টফোন স্ন্যাপড্রাগন 626 SoC এর সঙ্গে হল লঞ্চ

Samsung Galaxy C5 Pro স্মার্টফোন স্ন্যাপড্রাগন 626 SoC এর সঙ্গে হল লঞ্চ
HIGHLIGHTS

১৬ মার্চ থেকে চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে। আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ ইয়ান।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের C7 প্রো উন্মুক্তের দুইমাসের মাথায় উন্মুক্ত করল স্যামসাং গ্যালাক্সি C5 প্রো। ১৬ মার্চ থেকে চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে। আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ ইয়ান।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে

৫.২ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে'র এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টা-কোর করটেক্স-এ৫৩ চিপসেট। ৪ জিবি র‍্যামের এই ফোনে আছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি'র মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য সি৫ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

১৪৫ গ্রাম ওজনের এই ফোনে ব্যাকআপের জন্য আছে ২ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি এবং ফোনটিতে ফোন ৪জি এলটিই সমর্থন করে।

আরও দেখুন : ৩৬০ ডিগ্রি ক্যামেরার সঙ্গে প্রথমবার বিশ্বের বাজারে এল স্মার্টফোন

আরও দেখুন : জিওর থেকেও সস্তা ভোডাফোনে ২৮ দিনে ২৮ জিবি ডেটা

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo