Samsung Galaxy C10 কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে লঞ্চ হবে
Samsung Galaxy C10 এর বিষয়ে বিগত বেশ কিছু সময় ধরেই বিভিন্ন ধরনের গুজব সামনে এসে চলেছে। আসা করা হচ্ছে যে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এবার এই ফোনটির আরও কিছু স্পেক্স সামনে এসেছে।
এই নতুন লিক থেকে জানা গেছে যে, Samsung Galaxy C10 স্মার্টফোনটির দাম Yuan 3,499 হবে। এছাড়া এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে- 64GB আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির স্ক্রিন 6-ইঞ্চির হওয়ার স্মভাবনা আছে। এই ডিসপ্লেটি ফুল HD রেজিলিউশন যুক্ত ডিসপ্লে হবে।
এর সঙ্গে এটিই হবে কোম্পানির প্রথম ফোন যাতে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত হবে। এতে 6GB’র র্যাম থাকবে। এর ব্যাটারি হবে 4000mAh এর। এছাড়া কোম্পানি এই ফোনটির একটি প্লাস ভেরিয়েন্টও লঞ্চ করবে। যার র্যাম হবে 8GB।