Samsung Galaxy C10 কনসেপ্টের রেন্ডার দেখা গেল, এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা থাকবে

Updated on 12-Feb-2018
HIGHLIGHTS

এটি স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্তও হতে পারে

Samsung Galaxy C10 ফোনটির কিছু নতুন রেন্ডার ছবি দেখা গেছে। তবে এই রেন্ডার ছবি গুলিতে যে ফোনের ছবি দেখা গেছে তা Samsung Galaxy C10 না অন্য কোন ফোন সেই বিষয়ে এখনও অব্দি কিছু জানা যায়নি। এই নতুন রেন্ডার অনুসারে এই নতুন ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে থাকতে পারে, এর সাইড বেশ পাতলা। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন

এই ফোনটিতে ডিসপ্লের দু সাইডে এক রকমের দেখতে। এই ফোনটির পেছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপও দেখা গেছে। ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেখা গেছে। আর এর সঙ্গে এও খবর পাওয়া গেছে যে এই ফোনটি তিনটি রঙে আসবে- ব্ল্যাক, গ্রে আর ব্লু।

কথিত Samsung Galaxy C10 ফোনটিতে লিস্টেড সাইডে ভলিউম রকার দেওয়া হয়েছে। সম্প্রতি Samsung Galaxy C10  ফোনটিকে এনটুটুতে দেখা গেছিল যা থেকে জানা গেছিল যে এই ফোনটিতে 6-ইঞ্চির কোয়াড HD+ রেজিলিউশান ডিসপ্লে থাকতে পারে। এটি স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত হতে পারে।

সোর্সঃ

Connect On :