এই ডিভাইসে 1.5GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 256GB অব্দি বাড়ানো যেতে পারে
মোবাইল তৈরির কোম্পানি Samsung নিজেদের নতুন স্মার্টফোন ইউনাইটেড স্টেটসে লঞ্চ করে দিয়েছে. এই ডিভাইসটিকে Samsung Galaxy Amp Prime 2 নাম দেওয়া হয়েছে. এই ডিভাইসের দাম $149.99 অর্থাত প্রায় Rs.9,676.
Samsung Galaxy Amp Prime 2 তে 5.0 ইঞ্চির HD ডিসপ্লে আছে. এই ডিভাইসের রেজিলিউশন 720x1280p. এই ডিভাইসে 1.35GHz কোয়াড কোর প্রসেসার আছে.
এই ডিভাইসে 1.5GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে, যাকে 256GB অব্দি বাড়ানো যেতে পারে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এই ডিভাইসে 2600mAh ব্যাটারি আছে.
Galaxy Amp Prime 2 তে 5 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে. এছাড়া এই ডিভাইসে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে. কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G LTE, Wi-Fi, Wi-Fi হটস্পট, ব্লুটুথ 4.2 আর একটি মাইক্রোইউএসবি পোর্ট আছে.