SAMSUNG GALAXY A91 ফোনে স্ন্যাপড্র্যাগন 855 আর 45W ফাস্ট চার্জিং থাকতে পারে

SAMSUNG GALAXY A91 ফোনে স্ন্যাপড্র্যাগন 855 আর 45W ফাস্ট চার্জিং থাকতে পারে
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি A91 ফোনে স্ন্যাপড্র্যাগন 855 থাকতে পারে

ফোনে থাকতে পারে 45W ফাস্ট চার্জিং

Sammobile য়ের একটি রিপোর্ট অনুসারে স্যামসাং গ্যালাক্সি A91 ফোনের কিছু স্পেশাল স্পেক্স আসতে পারে। আর এই আপকামিং ফোনটি স্যামসাং A-series 2020র অংশ হবে। আর এর মানে এই যে এই ফোনটি 2020 সালের মধ্যে লঞ্চ করা হতে পারে আর এটি ভারতে তার আগেই লঞ্চ করা হতে পারে।

Sammobile য়ের একটি রিপোর্ট অনুসারেএই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে। আর এই ফোনে আপনারা হয়ত একটি 48MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 12MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেতে পারেন।

ফোনের সম্ভাব্য তৃতীয় ক্যামেরা 5 মেগাপিক্লসাএর ডেপথ সেন্সার থেকে পোট্রেড নিতে পারে। আর এতে গ্রাহকরা একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা পেতে পারেন। আর এই ফোনটিতে 4500mAh য়ের ব্যাটারি থাকতে পারে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রিপোর্ট অনুসারে Samsung Galaxy A91ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে আসতে পারে আর এই ফোনে আপনারা হয়ত S1 সিরিজের সঙ্গে পেতে পারে।কারন এই S সিরিজের ফোন স্যামসাংয়ের নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রথম লঞ্চ হবে। আর এর সঙ্গে আশা করা হচ্ছে যে অ্যান্ড্রয়েড 9 য়ের সঙ্গেই গ্যালাক্সি A91 ভারতে লঞ্চ করা হতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo