SAMSUNG GALAXY A90 5G চিনে লঞ্চ হল

SAMSUNG GALAXY A90  5G চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

Samsung Galaxy 5G লঞ্চ হল

দাম 4,499 Yan (~$635)

স্যামসাং সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়াতে তাদের সস্তার 5G ফোন Galaxy A90 5G নিয়ে এসেছিল। আর এই লেটেস্ট ডিভাইসটি 5G র সঙ্গে এসেছে। আর এই ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Galaxy S10 5G আর Note 10 5Gর পরে এসেছে। স্যামসাং চিনে তাদের A90 5G ফোনটি নিয়ে এসেছে যা স্ন্যাপড্র্যাগন 855 SoC র সঙ্গে লঞ্চ করা হয়েছে।

স্যামসাংয়ের এই Galaxy A90 5G স্মার্টফোনটি 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে ফুল HD+ ইনফিনিটি U ডিসপ্লের সঙ্গে এসেছে আর এই ফোনের ফ্রন্টে ইনিফিনিটি U ডিসপ্লে আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ডিভাইসের চিনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ এসেছে।

এই ডিভাইসে 48 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার আর 5 মেগপিক্সালের ডেপথ সেন্সার আর 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 4,500mAh য়ের ব্যাটারি পাবেন যা 25W র‍্যাপিড চার্জিংয়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর UI আর এই ফোনে ফেস আনলক ফিচারও আছে।

Samsung Galaxy A90 ফোনের দাম 4,499 Yuan (~$635) থেকে শুরু হচ্ছে। আর ফোনটি দুটি রঙে এসেছে। ফোনের রেয়ারে স্প্লাইসিং স্কিম আছে। আর এই ডিভাইসের ব্যাকে ওপরের দিকে গ্রেডিয়েন্ট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে আর নিচের দিকে সলিড কালার দেওয়া হয়েছে। ফোনটির প্রি সেল 25 অক্টোবর চিনে শুরু হবে আর 31 অক্টোবর এর শিপমেন্ট শুরু হবে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo