স্ন্যাপড্র্যাগন 855য়ের সঙ্গে স্যামসাং A90 5G ফোনটি 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

স্ন্যাপড্র্যাগন 855য়ের সঙ্গে স্যামসাং A90 5G ফোনটি 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি A90 5G ফোনটি আজ থেকে অফিসিয়াল হল

এই ফোনে স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট এই ফোনে আছে

এই ফোনটি 4500mAh য়ের ব্যাটারি যুক্ত হবে আর এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

স্যামসাং তাদের চতুর্থ 5G ফোন Galaxy A90 5G লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি গিকবেঞ্চে গত মাসে দেখা গেছিল আর এটি আজকে অফিসিয়াল হয়েছে। আর এই ফোনটিতে আছে একটি 48MP র ক্যামেরা আর 8GB র‍্যাম। আর এই ফোনে একটি ইনফিইটি U ডিসপ্লের নচ আছে।

স্যামসাং Galaxy A90 5G ফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেটের সঙ্গে এসেছে আর এই ফোনে 8GB র‍্যাম আছে। আর আছে 128GB স্টোরেজ। আর এই ফোনটিতে একটি 6GB র‍্যাম অপশানও আছে আর ফোনে মাইক্রো এসডি কার্ডের স্লট আছে যা 512GB পর্যন্ত মেমারি সাপোর্ট করে।

স্যামসাং Galaxy A90 5G ফোনে একটি ইউনিক প্যাটার্ন ফোনের ব্যাক সাইডে আছে। আর এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড পাই আছে। এই ফোনটি স্যামসাং DeX,  যুক্ত।

আর এর সঙ্গে এই Samsung Galaxy A90 5G ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 48MP র f/2.,0 লেন্স, 8MP আল্ট্রা ওয়াইড 123 ডিগ্রি ফিল্ড ভিউ আর 5MP র ডেপথ সেন্সার যুক্ত। আর এর সঙ্গে এতে একটি ফ্রন্টে 32MP র সেন্সার আছে।

আর এই ফোনটি 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে যা 25W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এই ফোনটি 4 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়াতে আসবে আর জানা যাবে যে এটি অন্য বাজারে আসবে কিনা বা এলে কবে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo