পরের মাসে লঞ্চ হতে পারে SAMSUNG GALAXY A80

পরের মাসে লঞ্চ হতে পারে SAMSUNG GALAXY A80
HIGHLIGHTS

Sasmung Galaxy A80 ফোনটি জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে

40-50 হাজার টাকা দামের মধ্যে এই ফোনটি আসতে পারে

গত মাসে স্যামসান থাইল্যান্ডে তাদের Galaxy A80 স্মার্টফোনটি লঞ্চ করেছিল আর এবার একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে যে কোম্পানি এই স্মার্টফোনটি জুন মাসে লঞ্চ করতে পারে। আর এছাড়া রিপোর্টে এও বলা হয়েছে যে এই ফোনের দাম 40,000-50,000 টাকার মধ্যে হতে পারে। আর বলাই যায় যে এই টিভিটি ডিরেক্ট OnePlus 7 pro ফোনকে প্রতিযোগিতায় ফেলতে আসবে, এই ওয়ানপ্লাসের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের সঙ্গে প্রতিযোগিতা হবে এর দাম 48,999 টাকা। আর এই ফোনটি প্রথমে ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার আর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট Ranjivjit Singh বলেছেন যে এই ডিভাইসটি 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। আর এই ডিভাইসটি অনলাইন আর অফলাইন দুই জায়গায়ই বিক্রি করা হবে।

Samsung Galaxy A80 ফোনটিতে এজ-টু-এজ ডিসপ্লে দেওয়া হবে যা মিনিমাল বেজেলের সঙ্গে আসবে আর এটি 6.7 ইঞ্চির প্যানেল আর এর রেজিলউশান 1080×2400 পিক্সালের। আর এইফনের অ্যাস্পেক্ট রেশিও 20:1। আর এই ফোনের আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট পাবেন। আর এই ফোনে আপনারা অভারল্কড GPU আর HDR সাপোর্ট দেওয়া হবে। আর এই ফোনটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজে লঞ্চ করা হবে আর এই ফোনটিতে এক্সপেন্ডেবেল স্টোরেজ আর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হবে। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার পেতে পারেন।

ক্যামেরার ক্ষেত্রে Galaxy A80 ফোনটিতে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে আর এতে একটি 48MP র ক্যামেরা সেন্সার দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চারের আর এই ফোনের দ্বিতীয় 8MP র ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার যা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ যুক্ত। আর এই ফোনের তৃতীয় সেন্সার 3D Tof সেন্সার হবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo