Samsung Galaxy A8 Star খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে, এর দাম কী সত্যি এই হবে

Samsung Galaxy A8 Star খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে, এর দাম কী সত্যি এই হবে
HIGHLIGHTS

Samsung Galaxy A9 Star চিনে লঞ্চ করা হয়েছে, আর এছাড়া এই মডেলটি ফিলিপিন্সে Galaxy A8 Star নামে রি-ব্র্যান্ড করা হয়েছে

Samsung Galaxy A8 Star স্মার্টফোনটি জুন মাসে চিনে লঞ্চ হওয়া Samsung Galaxy A9 Star  য়ের আন্তর্জাতিক ভেরিয়েন্ট হবে। আর এই ডিভাইসটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে। আর আপনাদের বলে রাখি যে এটি অ্যামাজন ইন্দিয়ার মাধ্যমে এই ডিভাইসের লঞ্চের বিষয়ে জানা গেছে। তবে ফিলিপিন্সে এই ডিভাইসটি লঞ্চ করা হয়ে গেছে।

এই ডিভাইসটি একটি নতুন নামের সঙ্গে চিনে লঞ্চ করা হয়েছে। সেখানে এর দাম CNY 2,999 মানে প্রায় 30,600 টাকা বলা হয়েছে। আর এই ডিভাইসটিতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে একটি বেজেল-লেস ডিসপ্লেও পাবেন। আর ভারতে এর আসল দাম কত হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি ভারতে 30,000 টাকায় লঞ্চ করা হবে।

অ্যামাজন ইন্ডিয়া এর বিষয়ে একটি মাইক্রো সাইটও বানিয়েছে,  Samsung Galaxy A8 Star য়ের টিজার এতে দেখা গেছে। তবে অনলাইন মার্কেট প্লেসে এই ডিভাইসটি স্যামসংগ স্টার নামে লিস্ট করা হয়েছে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে এখনও পর্যন্ত এই ডিভাইসের লঞ্চ ডেটের বিষয়ে কিছু জানা যায়নি তবে এর সম্ভাব্য দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি হবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo