Samsung Galaxy A8+ 2018 ডুয়াল সেলফি ক্যামেরা আর ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল

Samsung Galaxy A8+ 2018 ডুয়াল সেলফি ক্যামেরা আর ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

Samsung Galaxy A8+ 2018 ফোনটিতে 18.5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ইনফিনিট ডিসপ্লে ডিজাইন আছে, আর এর সঙ্গে এতে 16MP+8MP ‘র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ আছে

Samsung Galaxy A8+ 2018 ফোনটিকে কোম্পানি ভারতে লঞ্চ করে দিয়েছে। এর দাম 32,999 টাকা। এর আগে এই স্মার্টফোনটি দক্ষিণ কোরিয়া আর ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল। আর এবার Samsung Galaxy A8 2018কে লঞ্চ করা হয়েছিল, যা ভারতে লঞ্চ করা হবেনা।

Samsung Galaxy A8+ 2018 ফোনটিতে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে আর এর সঙ্গে ইনফিনিটি ডিসপ্লের ডিজাইন আছে। যা গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S8 আর S8+ স্মার্টফোনে দেখা গেছিল। এই স্মার্টফোনটি শুধু অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনেই সেলের জন্য পাওয়া যাবে। এটি 20 জানুয়ারি থেকে কিনতে পাওয়া যাবে।

Samsung Galaxy S8 আর S8+ কোম্পানির প্রথম স্মার্টফোন, যাতে 18.5:9 ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও আছে। এটি 6-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে যুক্ত, জার রেজিলিউশান 2220 x 1080 পিক্সাল। এই কারনে এই স্মার্টফোনটিতে স্যামসং এর গিয়ার VR এর সাপোর্টও পাওয়া যায় । এই ডিভাইসটিতে অক্টা-কোর Exynos 7885 প্রসেসার, 6GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।

Samsung Galaxy A8+ 2018 ফোনটিতে 16MP+8MP’র ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটআপ আছে। দুটি ক্যামেরাতেই f/1.9 অ্যাপার্চার লেন্স আছে। ফোনে 16MP’র f/1.7 অ্যাপার্চার লেন্স রেয়ার অংশে দেওয়া হয়েছে।ফোনটিতে USB টাইপ C পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ব্লুটুথ 5.0 (LE), ওয়াইফাই, GPS আর NFC’র মতন ফিচার্স আছে। এই ফোনের ব্যাটারি 3500mAh এর। এটি একটিIP68 সার্টিফায়েড ডিভাইস, যা একে ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স বানায়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo