Samsung Galaxy A8 2016 স্মার্টফোনটিকে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের সঙ্গে GFXBench বেঞ্চে দেখা গেছে
Samsung Galaxy A8 2016 কে গত বছর 6.0 মার্শমেলোর সঙ্গে লঞ্চ করা হয়েছিল
Samsung Galaxy A8 2016 কে গত বছর লঞ্চ করা হয়েছিল, লঞ্চের সময় এই ফোনটিকে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটিকে GFXBench বেঞ্চমার্কিং সাইটে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে দেখা গেছে। এটা দেখার পরে মনে হচ্ছে যে কোম্পানি এবার এই স্মার্টফোনটিকে সব থেকে নতুন সফটওয়্যার আপডেটের জন্য টেস্ট করছে। আর আসা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই নতুন আপডেটের সঙ্গে এই ফোনটিকে নিয়ে আসা হবে। তবে এখনও অব্দি এই নিয়ে কোন খবর পাওয়া যায়নি যে এই আপডেটটি কবে নাগাদ নিয়ে আসা হবে।
আরও দেখুনঃ Moto Z2 Play এর ফিচার্স আর স্পেসিফিকেশন লিক হল
এই ফোনটিতে মেটাল বডির ডিজাইন আছে। এটি 5.7-ইঞ্চির 1080p AMOLED ডিসপ্লে যুক্ত। এতে স্যামসং এর অক্টা-কোর Exynos 7420 চিপস্টেক দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখে নেওয়া যাক।
এটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে। এই ফোনটির হোম বটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মতন কাজ করে। এতে একটি অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ব্যাটারি 3300 mAh এর।