স্যামসাং গ্যালাক্সি A8 2016 স্মার্টফোনে 32GB এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে, এই ফোনের স্টোরেজ কে মাইক্রো-SD কার্ড এর মাধ্যমে 256 গিগাবাইট পর্যন্ত সম্প্রসারিত করা যেতে পারে.
স্যামসাং গ্যালাক্সি A8 2016 স্মার্টফোনে 32GB এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে, এই ফোনের স্টোরেজ কে মাইক্রো-SD কার্ড এর মাধ্যমে 256 গিগাবাইট পর্যন্ত সম্প্রসারিত করা যেতে পারে.
মোবাইল নির্মাতা কোম্পানি নতুন চমক গ্যালাক্সি A8 নিয়ে এসে গেল বাজারে। বহুদিন ধরেই গ্যালাক্সি 8 স্মার্টফোন লঞ্চের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। আর সেই সঙ্গেই ফোনটিকে নিয়ে ক্রমাগত উত্তেজনা বাড়ছিল টেক প্রেমীদের।
দুর্দান্ত ফিচারে ঠাঁসা এই সুপার স্মার্টফোনটি আগাগোড়া মেটালফিনিশ। ৬.০ অ্যান্ড্রয়েড মার্শমেলো ভার্সনের এই ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে, ৩ জিবি Ram, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সব আকর্ষণীয় ফিচার।
কিন্তু বলে দি যে, এই স্মার্টফোন লঞ্চ করলেও, ভারতীয় স্মার্টফোনের বাজারে এখনই দেখা মিলছে না গ্যালাক্সি A8 এর। আপাতত দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে এটি। আর তার পাশাপাশি ফোনের আগাম বুকিং নেওয়াও শুরু হয়ে গিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এই স্মার্টফোনের মূল্য KRW 649,000 (প্রায় Rs. 39,000) রাখা হয়. এই ফোন নীল রঙে বিক্রয়ের জন্য উপলব্ধ করা হবে. আমরা আশা করি যে এই স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে চালু করা হবে.