Samsung Galaxy A7 2017 ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে

Updated on 25-Oct-2017
HIGHLIGHTS

এটি 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়

Samsung Galaxy A7 2017 গোল্ড ভেরিয়েন্টের ওপর শপিং ওয়েবসাইট অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে, অ্যামাজনে দেওয়া তথ্য অনুসারে Samsung Galaxy A7 2017 এর দাম Rs. 27,700 কিন্তু ডিস্কাউন্টের পরে আপনি এটি মাত্র Rs. 24,900 দামে কিনতে পারবেন।

Samsung Galaxy A7 2017 ফোনটি ফুল HD সুপার AMOLED 2.5D কার্ভড ডিসপ্লে যুক্ত যা কর্নিং গোরিলা গ্লাস  4 প্রোটেকশান যুক্ত। এই হ্যান্ডসেটটি অক্টা-কোর 1.9 GHz এক্সিনিয়স 7880 প্রসেসার আর মালী- T830MP3 GPU যুক্ত। এটি 3GBর‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যে স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়।

এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে দেখা যাবে যে Galaxy A7 2017 তে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরার সঙ্গে f/1.9, 27mm, অটোফোকাস, LED ফ্ল্যাশ 1080p ভিডিও রেকর্ডিং ফিচার আছে আর এটি সেলফি বা ভিডিও নেওয়ার জন্য এতে f/1.9 এর সঙ্গে 16 মেগাপিক্সালের সেন্সার দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে 3600mAh এর ব্যাটারি আছে। এই স্মার্টফোনটিতে কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ v4.2, GPS, NFC আর USB টাইপ C অফার করে। এই ডিভাইসের মেজারমেন্ট 156.8 x 77.6 x 7.9 mm। 

Connect On :