SAMSUNG GALAXY A70S ফোনটিকে এবার TENAA তে দেখা গেছে

Updated on 24-Sep-2019
HIGHLIGHTS

64M ISOCELL BRIGHT GM1 সেন্সারের সঙ্গে Galaxy A70s দেখা গেছে

TENAA তে এই ফোনটি দেখা গেছে

এই বছরের মে মাসে সবার আগে Samsung Galaxy A70s  ফোনটি দেখা গেছিল। আর এই ফোনটির বিষয়ে একের পরে এক বিষয়ে খবর আর গুজব এসে চলেছে। আর এই ফোনয়টি চিনের অথেন্টিকেশান ওয়েবসাইট TENAA দেখা গেছে। আর এর সঙ্গে রিপোর্ট অউসারে ফোনটি স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট ওয়েবসাইটে দেখা গেছিল। Galaxy A70s কোম্পানির প্রথম ফোন যা 64MP ISOCELL BRIGHT GM1 সেন্সারের সঙ্গে আসবে।

স্যামসাংয়ের এই ফোনটি তাদের আগের ফোন স্যামসাং গ্যালাক্সি A70 র জায়গা নেবে। আর এই ফনটি মানে A70s ফোনের মডেল নাম্বার  SM-A7070র সঙ্গে একে TENAA তে দেখা গেছে। আর লিস্টিং অনুসারে পরবর্তী স্যামসাং গ্যালাক্সি A70s ফোনটিতে আপনারা 6.7 ইঞ্চির ডিসপ্লে আর 4400mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আপনারা ডুয়াল সিম কার্ড স্লট পাবেন আর এই ফোনের মেজারমেন্ট 164.2 x 76.7 x 7.9mm।

Samsung Galaxy A70s ফোনে আপনারা সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে। ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675। আর এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই থাকবে।

এর আগেও Samsung Galaxy A70s  ফোনটি গিকবেঞ্চের লিস্টিংয়ে দেখা গেছে আর এই ডিভাইসটি সিঙ্গেল কোর টেস্টে 2365 পেয়েছিল আর এই ফোনের মাল্টি স্কোর টেস্ট 6372 করা হয়েছে। আর এই ফোনে আপনারা 64MP র সেন্সার পাবেন। ফোনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ডেপথ সেন্সার থাকবে। আর এই ফোনের ক্যামেরার বিষয়ে সব কিছু এখনও জানা জায়নি।

Galaxy A70s ফোনটি এই মাসের শেষে লঞ্চ করা হতে পারে আর এর দাম 32,990 টাকা হতে পারে।

Connect On :