Samsung Galaxy A7 স্মার্টফোনটি আজকে ফ্লিপকার্টে প্রথম প্রিভিউ সেল হবে, দাম আর স্পেসিফিকেশান জানুন

Updated on 27-Sep-2018
HIGHLIGHTS

Samsung Galaxy A7 ফোনটির দাম শুরু হচ্ছে 23,990 টাকার আর এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টের দাম 28,990 টাকা এটি 6Gb র‍্যামের ফোন

স্যামসাং ভারতে তাদের ট্রিপেল ক্যামেরা যুক্ত স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির দাম শুরু হচ্ছে 23,990 টাকা থেকে। এই ফোনটিতে একটি 8MP র 120 ডিগ্রি অ্যাঙ্গেলের লেন্স আছে, আর এর সঙ্গে এই ফোনে 24MP র সেন্সার “ডেপথ লেন্স” লাইভ ফোকাসের সঙ্গে একটি 5MP র সেন্সার  দেওয়া হয়েছে আর এই ফোনে এই সব ক্যামেরাই ব্যাকে দেওয়া হয়েছে। আর এই ফোনটি স্যামসাংয়ের অনলাইন স্টোরের সঙ্গে ফ্লিপকার্ট থেকে এক্সক্লিউশিভ ভাবে কেনা যাবে। আর এই ফোনটি 27-28 সেপ্টেম্বর কেনা যাবে।

আজকে এই ফোনটির প্রথম প্রিভিউ সেল ফ্লিপকার্টে হবে। এটি প্রথম স্যামসাং ফোন যা ট্রিপেল রেয়ার ক্যামেরা সঙ্গে লঞ্চ করা হয়েছে। 

Samsung Galaxy A7 য়ের দাম আর অফার্স

Samsung Galaxy A7 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি 4Gb র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে 23,990 টাকায় কেনা যাবে আর এর অন্য ভেরিয়েন্টটি, 6GB র‍্যাম আর 128Gb স্টোরেজ অপশানে 28,990 টাকায় কেনা যাবে। ফোনটি অনলাইনে আসার পরে সারা দেশে অফলাইনেও কেনা যাবে। আর HDFC ব্যাঙ্কের ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটিকিনলে 2,000টাকার ক্যাশব্যাকও পাওয়া যেতে পারে।

Samsung Galaxy A7 স্মার্টফোনটির স্পেসিফিকেশান আর ফিচার্স

এই ফোনটির স্পেক্স আর ফিচার্সের বিষয়ে কথা বললে প্রথমেই এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলে নেওয়া যাক। এই ফোনটিতে 8MP র 120 ডিগ্রির আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হেয়ছে আর এই ফোনে একটি 5MP র ডেপথ সেন্সারও আছে। আর এই ফোনে 24MP এ একটি অটোমেটিক লেন্স দেওয়া হয়েছে। আর এই ফোনটি স্যামসাংয়ের অপ্টিমাইজেশান ক্যাটাগরি যুক্ত। আর এই ফোনটিতে একটি 24MP র ফ্রন্ট ক্যাম্রা দেওয়া হয়েছে।

এই স্যামসাং ফোনটিতে একটি 6ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে এক্সিয়ন্স 7885SoC তে চলে।

এই স্যামসাং ফোনের স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। এই ফোনটিতে 2.2GHz য়ের ক্লক স্পিড আছে আর এই ফোনে 3,300mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Connect On :