Samsung Galaxy A6+ ফোনটির দাম আবার কমল, এর নতুন দাম জানুন

Samsung Galaxy A6+ ফোনটির দাম আবার কমল, এর নতুন দাম জানুন
HIGHLIGHTS

Samsung Galaxy A6+ স্মার্টফোনটি যখন লঞ্চ করা হয়েছিল তখন এটি 25,990 টাকা দাম ছিল আর এখন এটি মাত্র 21,900 টাকা দামে কেনা যাবে

Samsung Galaxy A6, Samsung Galaxy J8 আর Samsung Galaxy J6 স্মার্টফোনটি মে মাসে লঞ্চ করা হয়েছিল, তবে এই তিনটি স্মার্টফোনের সঙ্গে কোম্পানি তাদের Samsung Galaxy A6+ স্মার্টফোনটিও লঞ্চ করেছিল। আর এটি একটি আপারা মিড রেঞ্জের স্মার্টরোন যা 25,990 টাকায় লঞ্চ করা হয়েছিল।

আর এবার এই ডিভাইসটির দাম আরও একবার কমে গেল বলে খবর পাওয়া গেছে। এই ডিভাইসটি আপনারা কিনতে চাইলে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসটি আপনাদের জন্য একটি ভাল ডিল হতে পারে।

আমরা যদি মহেশ টেলিকমের কথা বলি তবে তাদের অনুসারে স্যামসং গ্যালাক্সি A6+ স্মার্টফোনটি এবার মাত্র 21,990 টাকায় কেনা যাবে। আর আমরা যদি অ্যামাজনের লিস্টিং দেখি তবে এই ফোনটি 21,900 টাকায় কেনা যাবে। আর এর মানে এই যে মহেশ টেলিকম অ্যামাজন ইন্ডিয়ার দামের থেকে বেশি দাম বলছে।

এই ফোনটি লঞ্চ হওয়ার পড়ে এর দাম দুবার কমেছে, গত মাসে এই ডিভাইসের দাম 2,000 টাকা কমেছিল, আর এবার আরও একবার এই ডিভাইসের দাম কমেগেল, আর এবার এই ডিভাইসটি মারে 21,900 টাকায় কেনা যাবে। আর এছাড়া আপনারা অ্যামাজন ইন্ডিয়া থেকেও এই ডিভাইসটি কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo