Samsung Galaxy A55 5G, Galaxy A35 Launch Today: সাউথ কোরিয়ন কোম্পানি স্যামসাং এর প্রিমিয়াম মিড-রেঞ্জ Galaxy A-Series আজ ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে দুটি 5G Smartphone আনা হবে – স্যামসাং গ্যালাক্সি A55 এবং স্যামসাং গ্যালাক্সি A35। এই দুটি ফোন আজ দুপুর 2.30 ভারতে লঞ্চ করা হবে।
লঞ্চের আগেই আপকামিং দুটি স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। আসুন দেরি না করে এই বিষয় জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ নতুন Lava 5G ফোনের প্রথম সেল শুরু, পাওয়ারফুল স্মার্টফোনের দাম কত জানেন?
লিক রিপোর্ট অনুযায়ী, আপকামিং দুটি ফোন সম্প্রতি জার্মন রিটেল Otto এর ওয়েবসাইটে দেখা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি 480 EUR (প্রায় 43,420 টাকা) হতে পারে। এই দামে ফোনের 128 জিবি স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া ফোনের 256 জিবি স্টোরেজ মডেলটি 530 EUR (প্রায় 47,950 টাকা) হতে পারে।
গ্যালাক্সি A35 5G ফোনের দামের কথা বললে, এটি 380 EUR (প্রায় 34,400 টাকা) হতে পারে। এতে 128 জিবি স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 256 জিবি মডেলটি 450 EUR (প্রায় 40,700 টাকা) কেনা যাবে।
গ্যালাক্সি A35 5G এবং গ্যালাক্সি A55 5G ফোনে একই ডিসপ্লে থাকতে পারে। দুটি ফোনে 6.6-ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED প্যানেলের 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন থাকবে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট করতে পারে।
দুটি স্মার্টফোন Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে একই One UI 6-এ চলবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা ক্ষেত্রে গ্যালাক্সি A55 5G ফোনে 50MP+12MP+5MP রিয়ার সেন্সর এবং 32MP সেলফি সেন্সর সহ আসতে পারে। পাশাপাশি, গ্যালাক্সি A35 5G ফোনটি 50MP+8MP+5MP রিয়ার সেন্সর এবং সেলফি তোলার জন্য 13MP ক্যামেরা থাকতে পারে।
স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: POCO লঞ্চ করল সবচেয়ে সস্তা 5G Smartphone, দাম 9 হাজার টাকার কম