32MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy A53 5G স্মার্টফোন লঞ্চ, প্রি-অর্ডারে 3,000 টাকার ক্যাশব্যাক

32MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy A53 5G স্মার্টফোন লঞ্চ, প্রি-অর্ডারে  3,000 টাকার ক্যাশব্যাক
HIGHLIGHTS

Samsung Galaxy A53 5G ফোন দুটি ভেরিয়েন্টে আসে - 6GB + 128GB এবং 8GB + 128GB

লঞ্চ অফারের আওতায় Galaxy A53 5G ফোনে 3,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাবেন

ফোনটি কোম্পানির ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এর ডেলিভারি 27 মার্চ থেকে শুরু হবে

Samsung ইউজারদের জন্য রয়েছে দারুণ সুখবর। যারা কোম্পানির নতুন স্মার্টফোনের অপেক্ষা করছিল তাদের অপেক্ষা অবশেষে শেষ হল। কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy A53 5G ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোন দুটি ভেরিয়েন্টে আসে – 6GB + 128GB এবং 8GB + 128GB। ফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম 34,499 টাকা। পাশাপাশি, ফোনের 8GB RAM ভেরিয়েন্টের জন্য আপনাকে 35,999 টাকা খরচ করতে হবে।

বিশেষ বিষয় হল লঞ্চ অফারের আওতায়, আপনি ফোনে 3,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাবেন। এই ক্যাশব্যাকের জন্য, আপনাকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি প্রি-অর্ডার করতে হবে। ফোনটি কোম্পানির ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এর ডেলিভারি 27 মার্চ থেকে শুরু হবে। এই স্যামসাং ফোনটি (Samsung Phone) চারটি রঙের বিকল্পে আসে – Awesome Black, Awesome Peach, Awesome Blue এবং Awesome White।

Galaxy A53 5G

Samsung Galaxy A53 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy A53 5G ফোনে কোম্পানি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি ফুল HD + সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে অফার করছে। ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসাবে, আপনি এই ফোনে অক্টা-কোর Exynos 1280 চিপসেট দেখতে পাবেন।

ফটোগ্রাফির জন্য কোম্পানি এই ফোনে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড ক্যামেরা সেটআপ দিচ্ছে। এতে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর সাথে 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার, একটি  5-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে।

32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এই ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য ফোনে 5G, 4G LTE, Bluetooth 5.1, GPS/A-GPS এবং USB Type-C পোর্টের মত অপশন দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo