SAMSUNG GALAXY A51 , GALAXY A71 য়ের ভারতের দাম জানা গেছে ফোন দুটি সামনের সপ্তাহে লঞ্চ করা হতে পারে

SAMSUNG GALAXY A51 , GALAXY A71 য়ের ভারতের দাম জানা গেছে ফোন দুটি সামনের সপ্তাহে লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

ভারতে হয়ত সামনের সপ্তাহে Samsung Galaxy A51আর Galaxy A71 লঞ্চ হবে

গ্যালাক্সি A51 ফোনটির সম্ভাব্য দাম 22,990 টাকা

আর Galaxy A71 য়ের সম্ভাব্য দাম 29,990 টাকা

স্যামসাং তাদের দুটি নতুন গ্যালাক্সি A সিরিজের স্মার্টফোন Galaxy A51 আর Galaxy A71 গত মাসে লঞ্চ করেছে। কোম্পানি এখনও এই দুই ফোনের দাম জানায়নি। আর এবার একটি রিপোর্ট থেকে জানা গেছে যে এই দুটি ফোন ভারতে আসবে। আর এর সঙ্গে এই দুই ফোনের দামও জানা গেছে।

91Mobile য়ের একটি রিপোর্ট অনুসারে স্যামসাং Galaxy A51আর Galaxy A71  ভারতে সামনের সপ্তাহে লঞ্চ হবে। আর এর সঙ্গে এই দুই ফোনের মার্কেটিং পোস্টার দেখা গেছে সেখানে এই ফোন দুটিকে ভারতের বাজারে দোকানে দেখা গেছে, যা থেকে এই ফোনের লঞ্চ যে সামনে সেই বিষয়ে অনুমান করা সম্ভব।

বলা হচ্ছে যে ভারতে Galaxy A51র দাম হবে সম্ভবত 22,990 টাকা। আর এর সঙ্গে এটি জানা জায়নি যে এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্ট না 6GB র‍্যাম য়ে আসবে তা জানা যাবে না। আর ইন্য দিকে  Galaxy A71 য়ের সম্ভাব্য দাম 29,990 টাকা। আর এই ফোনে 6GB র‍্যাম আর 8GB র‍্যামের ভেরিয়েন্ট আছে।

Samsung Galaxy A51 ফোনে 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ইনফিনিটি O ডিস্প্লে আর  Exynos 9611 SoC যুক্ত। আর এই ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা আছে যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 12MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP র ম্যাক্রো লেন্স আর 5MP র ডেপথ সেন্সার। আর এই ফোনে আছে 4000mAh য়ের বড় ব্যাটারি যা 15W পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে।

এই Galaxy A71 ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে যা সুপার AMOLED ইনফিনিটি O ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730 চিপসেট। আর এই ফোনে আপনারা পাবেন 64MP র প্রাইমারি সেন্সার আর 12MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 5MP র ডেপথ সেন্সার আর 5MP র ম্যাক্রো লেন্স। ফোনে আছে 45000mAh য়ের ব্যাটারি যা 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo