SAMSUNG GALAXY A51 ফোনটি চার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

Updated on 18-Dec-2019
HIGHLIGHTS

ফোনে আছে 48MP র কোয়াড ক্যামেরা

এক্সিয়ন্স 9611 চিপসেট যুক্ত ফোন

স্যামসাং তাদের গ্যালাক্সি A সিরিজের ফোন ভিয়েতনামে Galaxy A51 আর Galaxy A71 লঞ্চ করেছে। গ্যালাক্সি A51 ফোনটি টপ সেন্টার পোজিশানে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এই ফোনে কোয়াড ক্যামেরা, বড় ব্যাটারি আর সঙ্গে বেশ কিছু আকর্ষণীয় কালার অপশান আছে।

নতুন স্যামসাং গ্যালাক্সি A51 ফোনে ইনফিনিটি O S-AMOLED ডিসপ্লে আছে আর এই ফোনে আছে 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে আছে 1080 x 2400 পিক্সাল রেজিলিউশান। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। ফোনে আছে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর সঙ্গে ডিভাইসে ফেস রেকগজেশান সাপোর্ট সিস্টেমও আছে।

এই Galaxy A51 ফোনে আছে এক্সিয়ন্স 9611 2.3GHz অক্টা কোড় প্রসেসার। আর এই ফোনে আছে 4GB,6GB আর 8GB র‍্যাম। আর এই ফোনে আছে 64GB, 128GB স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা মাইক্রো এসডি আক্ররডের স্লট পাবেন।

ছবি তোলার জন্য এই Galaxy A51 ফোনে একটি 32MP র সেলফি ক্যামেরা আছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপে মেন 48MP র ক্যামেরা পাবেন আর সঙ্গে আছে 5MP র ক্যামেরা আর অন্য 5MP র ক্যামেরাতে আছে ম্যাক্রো লেন্স আর একটি 12MP র ক্যামেরা আছে।

Galaxy A51 ফোনে অ্যান্ড্রয়েড 10 OS আছে আর সঙ্গে আছে অ্যান্ড্রয়েড ওয়ান UI 2.0। আর এই ফোনে আপনারা পাবেন একটি 4000mAh য়ের ব্যাটারি যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

এই গ্যালাক্সি ফোনের দাম 7,990,000 VND (~$346) । এই ফোনটির প্রি অর্ডার হয়েছে আর ফোনটি 27 ডিসেম্বর থেকে কেনা যাবে। আর এইফ অনটি প্রিজম ব্ল্যাক, প্রিজম ক্যাশ হোয়াইট, প্রিজম ক্র্যাশ ব্লু আর প্রিজম ক্যাশ পিঙ্ক কালারে কেনা যাবে।

Connect On :