SAMSUNG GALAXY A51 আর GALAXY A71 ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করা হতে পারে

Updated on 21-Jan-2020
HIGHLIGHTS

Galaxy A51 আর Galaxy A71 কোম্পানির পরবর্তী ফোন হবে

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে

ভারতে স্যামসাং তাড়াতাড়ি তাদের দুটি স্মার্টফোন Galaxy A51 আর Galaxy A71 লঞ্চ করার তোড়জোড় করছে। The Mobile Indian য়ের একটি রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের Galaxy A51 আর Galaxy A71 ফোন দুটি কে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে পারে।

সোর্স অনুসারে এই স্মার্টফোনের দাম 30,000 টাকার মধ্যে হবে। আর আপনাদের মনে করিয়ে দি যে দুটি ফোন গত বছর ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল আর কোম্পানি দুটি ফোনের টিজার পেজও এনেছে।

কোম্পানি তাদের ওয়েবসাইটে পরবর্তী A সিরিজের জন্য নোটিফাই মি অপশান লাইভ করেছে আর রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য গ্রাহকরা নোটিফাই মি অপশানে রেজিস্টার করতে পারবেন।

Samsung Galaxy A71

Samsung Galaxy A71 ফোনটির ওজন 179 গ্রাম আর এই ফোনে আছে 6.7 ইঞ্চির S-AMOLED ইনফিনিটি O ডিসপ্লে। আর এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ইন্টিগ্রেড করা হয়েছে। ফুল HD+ ডিসপ্লে রেজিলিউশান 1080 x 2400 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 20:9।

Galaxy A71 ফোনে আপনারা অক্টা কোর প্রসেসার 2.2GHz স্ন্যাপড্র্যাগন 730 GPU যুক্ত পাবেন আর সঙ্গে ডিভাইসে 6GB আর 8GB র‍্যাম আছে। ফোনের দুটি মডেলই 128GB র স্টোরেজ দেওয়া হয়েছে যা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

Samsung Galaxy A51

নতুন Samsung Galaxy A51 ফোনে ইনফিনিটি O S AMOLED ডিসপ্লে আছে যা 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দিচ্ছে আর এর রেজিলিউশান 1080×2400 পিক্সাল। আর এইফনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। আরফ এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে যা ডিভাইসের ফেস রেকগজেশান সাপোর্ট করে।

Samsung Galaxy A51 ফোনটিতে আপনারা এক্সিয়ন্স 9611 2.3GHz অক্টা কোর প্রসেসার পাবেন আর এই ফোনে 4GB, 6GB আর 8GB র‍্যাম আছে। আর স্টোরেজের ক্ষেত্র এই ফোনে 64GB আর 128GB র অপশান আছে। আর ফোনে আছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট।

Connect On :