Samsung Galaxy A5 অ্যান্ড্রয়েড 7.0 আপডেট পাবে

Samsung Galaxy A5 অ্যান্ড্রয়েড 7.0 আপডেট পাবে
HIGHLIGHTS

এটিতে 5.2 ইঞ্চির ফ্লু HD ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটি সুপার AMOLED ডিসপ্লে

মোবাইল কোম্পানি Samsung তাদের স্মার্টফোন Samsung Galaxy A5(2016) এর জন্য অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 আপডেটের সেল আউট শুরু করে দিয়েছে. এখন এই আপডেটকে শুধু এশিয়ান ইউনিটের জন্যই সেল আউট করা হয়েছে.

মনে করা হচ্ছে যে কিছু দিনের মধ্যে বিশ্বের অন্যান্য বাজারেও এই আপডেটটির সেল আউট শুরু হয়ে যাবে. এখন কোম্পানি এই সফটওয়ারটির টেস্টিং করছে. সব ঠিকভাবে হলে এটিকে সারা বিশ্বের মার্কেটের জন্য সেল আউট করা হবে.

আরো দেখুন: Xiaomi Redmi 4X স্মার্টফোন 4GB র্যামের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে

এটিতে 5.2 ইঞ্চির ফুল-HD ডিসপ্লে আছে, এটি সুপার AMOLED ডিসপ্লে যুক্ত. এই স্মার্টফোনে 1.6GHZ অক্টা-কোর প্রসেসার আর 2GB র্যাম আছে. এটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও আছে, যা মাইক্রো-SD কার্ড দিয়ে বাড়ানো যায়.

এছাড়া এই স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে. এই স্মার্টফোনটিতে 2900mAh এর ব্যাটারি আছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে. এর ডাইমেনশন 144.8×71.0x7.3mm  আর ওজন 155 গ্রাম.

আরো দেখুন: Xiaomi Redmi 4 স্মার্টফোন তাড়াতাড়ি ভারতে আসতে পারে

আরো দেখুন: Samsung Galaxy J5 2016'র দাম কমে গেছে

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo