Samsung Galaxy A5 (2016) আর A7 (2016) নতুন আপডেট পাচ্ছে

Samsung Galaxy A5 (2016) আর A7 (2016) নতুন আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

এটি জুন মাসের সিকিউরিটি আপডেট যার ফলে এই ফোনে থাকা বেশ কিছু বাগ ফিক্সড হবে

Samsung Galaxy A5 (2016) আর A7 (2016) একটি নতুন আপডেট পাচ্ছে। এর সাইজ 40MB এই আপডেটটি আপাতত ভারতে থাকা Samsung Galaxy A5 (2016) আর A7 (2016) ইউনিট পাওয়া শুরু করে দিয়েছে। এটি জুন মাসের সিকিউরিটি আপডেট যার ফলে এতে বেশ কিছু বাগ ফিক্সড হবে।

Samsung Galaxy A5 2016 ফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2- ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি 1.6GHz Exynos 7580 অক্টা কোর প্রসেসার আর 2GB র‍্যাম যুক্ত।

এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের রেয়ার ক্যামেরাটি 13MP’র আর এতে একটি 5 MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনটির ব্যাটারি 2900mAh এর।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo