Samsung Galaxy A5 2017 স্মার্ট ফোনের ওপর পাওয়া যাচ্ছে অনেক ডিস্কাউন্ট
By
Aparajita Maitra |
Updated on 30-Jun-2017
HIGHLIGHTS
Samsung Galaxy A5 2017 ফোনটিতে 3GB র্যাম আছে
Samsung Galaxy A5 2017 স্মার্টফোনটি কিছুদিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল। আপনি যদি এই স্মার্টফোনটি অনেক দিন ধরেই কিনবেন ভাবছেন তবে আজ এটি কেনার জন্য আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে আজ অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে Samsung Galaxy A5 2017 ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে।
এই ফোনটির আসল দাম অবশ্য Rs. 31800, কিন্তু আজ এর ওপর 8% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিস্কাউন্টের পরে ফোনটি আপনি মাত্র Rs. 28,990তে কিনতে পারবেন।
Samsung Galaxy A5 2017 ফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2-ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে আছে আর এর ব্যাটারি 3000mAh এর। এতে 1.9GHz অক্টা-কোর প্রসেসার আর 3GB’র র্যাম আছে। এটি 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।