Samsung Galaxy A5 (2017) আর A7 (2017) অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে দেখা গেছে

Samsung Galaxy A5 (2017) আর A7 (2017) অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে দেখা গেছে
HIGHLIGHTS

Samsung Galaxy A5 (2017) আর A7 (2017) এই বছর অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলোর সঙ্গে লঞ্চ করা হয়েছিল

Samsung Galaxy A5 (2017) আর A7 (2017)  স্মার্টফোন দুটি WiFi Alliance ওয়েবসাইটে আরও একবার অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে যে এই দুটি ফোনই খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড নৌগাটের সাপোর্ট পাবে। আর এই লিস্টিং থেকে এও জানা গেছে যে এই দুটি ফোনই খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড নৌগাট পাবে। Samsung Galaxy A5 (2017) আর A7 (2017) কে এই বছর অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলোর সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এর আগে Samsung Galaxy A5 (2017) গ্রিকবেঞ্ছ বেঞ্চমারকিং ওয়েবসাইটে নৌগাটের সঙ্গে দেখা গেছে। এর সঙ্গে Samsung Galaxy A5 (2017) GFXBench ওয়েবসাইটেও অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে দেখা গেছিল।

Samsung Galaxy A5 2017 ফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.2- ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে আর 3000mAh এর ব্যাটারি আছে। এতে 1.9GHz অক্টা-কোড় প্রসেসার আর 3GB’র র‍্যাম দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB’র।

এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 16 মেগাকপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo