Samsung Galaxy A40 ফোনের লিক সামে এল, Infinity U ডিসপ্লের সঙ্গে ডুয়াল ক্যামেরা আসবে

Samsung Galaxy A40 ফোনের লিক সামে এল, Infinity U ডিসপ্লের সঙ্গে ডুয়াল ক্যামেরা আসবে
HIGHLIGHTS

Samsung Galaxy A40 মোবাইল ফোনটির একটি নতুন লিক সামনে এল, আর এই মোবাইল ফোনের কিছু স্পেক্সও দেখা গেছে

Samsung Galaxy A40 মোবাইল ফোনটিকে নিয়ে নতুন একটি লিক সামনে এসেছে। এই ফোনের নতুন লিকে ফোনের বিষয়ে অনেক কিছু জানা গেছে। এই ফোনটি 10 এপ্রিল লঞ্চ করা হতে পারে, আর এছাড়া এই ফোনটি galaxy A সিরিজে লঞ্চ করা হবে। আর এই সিরিজের এর মধ্যে Galaxy A10, Galaxy A20, Galaxy A30  আর Galaxy A50 ফোন গুলি আছে। আর আপনাদের বলে রাখি যে A40,A30 আর A50 র মতন মিড রেঞ্জ ফোন।

এই ফোনটিকে নিয়ে জার্মান ওয়েবসাইটে WiFuture.de থেকে জানা গেছে,আর এই খবর জানা গেছে যে এই ফোনে ইনফিনিটি U ডিসপ্লে থাকবে। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ থাকতে পারে। আর এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এছাড়া এই ফোনে একটি LED ফ্ল্যাশ থাকতে পারে। আর ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রেয়ার প্যানেলে থাকতে পারে।

আরমা যদি দেখি তবে দেখা যাবে যে Samsung Galaxy A40 কে Galaxy A90আর Galaxy A20e  র সঙ্গে UK র ওয়েবসাইটে দেখা গেছে। UK ওয়েবসাইটে Galaxy A40 র মডেল নম্বর SM-A405FN/DS দেখা গেছে। আর A40 ফোনটিতে এক্সিয়ন্স 7885 আর 4GB র‍্যাম থাকবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দ্যা বক্স থাকবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনটির দামের ক্ষেত্রে এর দাম $280 মানে প্রায় 20,000 টাকা হবে বলে মনে করা হচ্ছে। আর ফেব্রুয়ারি মাসে কোম্পানি ভারতে তাদের A সিরিজের তিনটি ফোন লঞ্চ করেছিল।

Samsung Galaxy A10 ফোনটি এই তিনটি ফোনের মধ্যে একটি যাতে 6.2 ইঞ্চির HD+ ইনফিনিটি V ডিসপ্লে আছে। আর এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা আর 5MP ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে Exynos 7884 chipset 3GB RAM আছে আর এতে 3,400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Galaxy A30 ফোনে 6.4 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি 4,000mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে। আর এর সঙ্গে এই ফোনে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আর এই ফোনটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এতে ডুয়াল ক্যামেরাতে 16+5MP র ক্যামেরা আছে। আর এই ফোনে এক্সিয়ন্স 7904 চিপসেট আর 4GB র‍্যাম দেওয়া হয়েছে।

আর সেখানে A50 ফোনটিতে 6.4 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে আর ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে। এই ফোনে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে আর এওফনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo